২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

নীরবে কবির বক্ষে

-

ফুলের জলসায় নীরব কেন কবি, কেনো
ফুলের রূপে মুগ্ধ কবির রুদ্ধ কণ্ঠ বুঝি!
খরস্রোতা তটিণীর তরঙ্গ তলে চলে নীরবে
ঝিনুকের মুক্তোদানা যেনো, রূপসীর গলে।

ঝিনুকেরা হারায় চিরতরে চির অবহেলায় ,
ফুল ঝরে যায় মরে যায় কে তারে খোঁজে বলো?
কবির কবিতা বহু কণ্ঠে বহুকাল থাকে, কবির প্রস্থানে,
কেউ কাঁদে কেউ হাসে কেউ খোঁজে শ্মশান-গোরস্থানে;
নীরবে হিসাব মিলায় কবি ছন্দ-তালের,
ভালোর প্রেরণা আলোর আনাগোনা আঁধার সে নিকটের ।
গোপনে কবির বক্ষে চলে কঠিন স্বপ্নস্রোত
রচিত হয় শব্দের আণবিক উচ্চারণ!


আরো সংবাদ



premium cement