লোকালয় ভাসে
- শে খ ফা হ মি দা না জ নী ন
- ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সোমত্ত নদীটাকে বেঁধে দিলো যারা,
তাদেরই সকাসে আজ প্রশ্নটি করি,
নদী কি নিজের হয়? নিবন্ধী করা?
প্রকৃতি তো স্রষ্টার, আহা! মরি, মরি।
বাঁধ দিলো ডম্বুরে, ফেনী নদী ধুঁকে,
তিস্তারও বুকটাতে শাসনের খাড়া,
রবের আদেশে তারা পড়ে যদি ঝুঁকে,
তারও ঘরে মৃত্যুর বাজবে নাকাড়া।
প্রতিবেশী দেশটাকে হুমকিতে রাখে,
ভরা নদী আটকায় খেয়ালের বশে,
নদীর শুকনো বুক, চর বাঁকে বাঁকে,
আহারে যুবতী প্রাণ! পড়ে যায় খসে।
আবার ইচ্ছে হলে খুলে দেয় ঢাকা,
প্রবল জলোচ্ছ্বাসে লোকালয় ভাসে,
মসজিদ, মন্দির, রাস্তাটা পাকা,
কত অসহায় প্রাণ, কেঁপে ওঠে ত্রাসে।
এই যে খেয়াল খুশি চাপিয়ে যা দিলো,
তার বিচারের দায় স্রষ্টার কাছে,
বিন্দু পাপের ভার হোক শত কিলো,
আমাদের বুকজোড়া অভিশাপ আছে।
তিনি তো নূহের রব, রব আমাদেরও,
সেই আশকারাতেই হাত তুলে ডাকি,
দূর করে দাও প্রভু, বিপদের গেরো,
অত্যাচারীর দান, রাখবে না বাকি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা