০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

আবর্তন

-

আমাদের শপথের দিন একবিন্দু শিশির
শেফালির প্রান্ত ছুঁয়ে এসেছিল অভিবাদনে
ন্যানো সেকেন্ড অতিক্রম করে করে
পেরিয়ে গেলো মহাকাল।

ডিএনএ টেস্টে রোমিও জুলিয়েট নয়
মৃত্তিকার গভীরে সে আমাদেরই ফসিল
ল্যাবরেটরিতে চাপা পড়েছে
আমাদের রক্তের অণুচক্রিকা
হাজার বছরের টেস্ট রিপোর্টে।

তুমি কি তাকে নিছকই কাকতালীয় বলবে?
পৃথিবীতে প্রাণের সঞ্চারণ হওয়া অবধি
তুমি এসেছিলে উত্তর গোলার্ধে
যেখানে হিমালয় অতন্দ্র ,নাগকেশরকে রুখতে
আর আমি বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মিশে গেছি
সুন্দরবনের গরানগাছের নিবিড় ছায়ায়

ঠিক তোমার উষ্ণীষ বুকে আছড়ে পড়েছি
তবুও তুমি তাকে নিছকই খেয়াল বলবে?


আরো সংবাদ



premium cement