আবু সাঈদ তার নাম
- আ রি ফ ম ঈ নু দ্দী ন
- ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
একটি বুক গোটা বাংলাদেশ
একটি প্রশস্ত বুক ছাপান্ন হাজার বর্গমাইলের উদার জমিন
ফুলে-ফলে শস্য-শ্যামল চির সবুজ এক বদ্বীপ
শক্ত কাঁটাতারের বেড়ার চেয়ে মজবুত
চীনের প্রাচীরের চেয়েও প্রতিবন্ধক
সিসাঢালা প্রাচীর কার এত হিম্মত ছিন্নভিন্ন করে
কার এত সাহস ভেঙে গুঁড়িয়ে দেয়
বুলেটের সামনে পেতে দেওয়া ইস্পাতের পাটাতন
অদৃশ্যের অলৌকিক শক্তিতে বলীয়ান
জালিমের সব অস্ত্রকে ঠেকিয়ে রাখার কৌশল
ট্যাংক-কামান-বন্দুক যার কাছে নস্যি
পুরো প্রতিকূল স্রোত ঠেকিয়ে রাখার অদম্য মানবপ্রাচীর
সব আধুনিক অস্ত্র ভোঁতা করে দেয়ার শাণিত সাড়ে-তিন-হাত
এ এক অত্যাশ্চর্য বিদ্রোহ দুর্বিনীত প্রতিপদ
জুলুমের বিপক্ষে দাঁড়িয়ে যাওয়া বেরিকেড
উচ্চকণ্ঠ প্রতিবাদী ছাত্র-জনতার মিছিলে
খেপে-ওঠা সাধারণ জনতা, কুলি-মুটে-মজুর, কারখানার শ্রমিক,
ঘর ছেড়ে বেরিয়ে আসা আবালবৃদ্ধবণিতা, শিশু-কিশোর-যুবা
অবলা গৃহিণী পেশাজীবী নারী
সবাইকে রক্ষা করার মন্ত্রে দীক্ষিত এক যুবক
ঐশ্বরিক শক্তির আধার বুকটান করে দাঁড়িয়ে গেল
আধুনিক সব মারণাস্ত্রের সমুখে
এক-দুই-তিন গুলির শব্দে কোনো বিকার নেই
মৈনাক পর্বতের মতো দাঁড়িয়ে থাকল ততক্ষণ
যতক্ষণ-না ফিনকি দিয়ে রক্ত ছুটল
এ এক রক্তের প্লাবন, রক্তের জলোচ্ছ্বাস, রক্তের সাইক্লোন,
রক্তের সুনামি, টালমাটাল করে ডুবিয়ে দিলো স্বৈরাচার
তার তথাকথিত বাহিনী
স্রষ্টার কাছ থেকে একটি জীবন নিয়ে এসেছিল
তা-ই উপহার দিয়ে গেল সে
এক জীবনের বিনিময়ে দুর্দান্ত দুর্বার বেগবান হলো সংগ্রাম
আমাদের বীর যোদ্ধা জাতীয় বীর
নুরল দীনের দেশের আরেক নও জওয়ান
‘আবু সাঈদ’ তার নাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা