৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`
বিশ্বসাহিত্যের টুকিটাকি

ড. শানের গল্প-সঙ্কলন বেস্ট সেলার

-

মালয়েশিয়ার জনপ্রিয় লেখক ড. এম শানমুঘালিঙ্গম। তিনি শান নামে বেশি পরিচিত। তার ছোটগল্প সঙ্কলন ‘ম্যারেজ অ্যান্ড মাটন কারি’ বেশ নাম করেছে। হয়েছে বেস্ট সেলার বুক। এটি হলো মালয়ে বসবাসরত জাফনা সম্প্রদায়ের জীবন-ভিত্তিক ১৫টি ছোটগল্পের সঙ্কলন। সমালোচকদের ভাষায়, একসময় হাস্যরসাত্মক এবং অর্থে ভারাক্রান্ত, এম শানের শব্দচিত্রগুলো উত্তর-ঔপনিবেশিক আধুনিকতার ঘরোয়া এবং জনসাধারণের অঙ্গনে এই ক্ষুদ্র, উল্লেøখযোগ্য জাতিগোষ্ঠীর উদ্বেগ এবং অভ্যন্তরীণ বাজে দিকগুলো প্রকাশ করে। একজন কিমোনো-পরিহিত তামিল মহিলা দরজায় জাপানি সৈন্যদের অভ্যর্থনা জানাচ্ছেন যখন তার স্বামী তার জাগুয়ারে কাঁপছেন। দুই বোন এক স্বামীর সংসার করেন বলা যায় স্বামীকে ভাগ করে নেন যখন তাদের একজন সন্তান জন্ম দিতে ব্যর্থ হয়। এই চিত্র এই বইয়ের গল্পে উঠে এসেছে। একজন আমেরিকান কূটনীতিকের জরুরি মালয়েশিয়ার ট্রেজারির সুবিধাগুলো সম্পর্কে জিজ্ঞাসা করাকে হাস্যকরভাবে ভুল বোঝানো হয়েছে। মালয়ের একজন সাহসী সরকারি কর্মচারী তার সিলোনিজ শহরে একজন মহিলাকে তার সাথে দেখা করার কয়েক মিনিট পরেই বিয়ের প্রস্তাব দেয়, হাজার বছরের বিয়ে প্রটোকল ভেঙে। এসব চিত্রও আছে গল্পে। গল্পগুলো দৈনন্দিন জীবনের পরিবেশের রূপক হিসেবে খাবারের প্রতি মালয়েশিয়ানদের তীব্র ভালোবাসাকে প্রকাশ করে। মালয়েশিয়ান সম্প্রদায় সম্পর্কে পরিচিত অপবাদ এবং গালভরা রসিকতাসহ এগুলো প্রকাশিত। সমালোচকরা বলছেন... হৃদয়গ্রাহী, সুস্বাদুভাবে বলা এবং বুদ্ধিতে পরিপূর্ণ বইটি ঠিক গরম মাটন তরকারির একটি পাত্রের মতো- বিস্ফোরক, উদ্দীপক এবং অবশ্যই স্বাদ, হাস্যরস ও আবেগের অভাব নেই। দাতো ড. এম শানের ছোটগল্প এবং কবিতা ফ্রান্স, ভারত, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৩০টিরও বেশি আন্তর্জাতিক ও জাতীয় সঙ্কলনে প্রকাশিত হয়েছে। ব্রিটিশ কাউন্সিল শর্ট স্টোরি প্রাইজের বিজয়ী এবং ফিশ ইন্টারন্যাশনাল শর্ট স্টোরি প্রাইজের জন্য মনোনীত। তিনি চলচ্চিত্র সমালোচক এবং মিডিয়া ও শিল্পকলার জন্য বেশ কয়েকটি জাতীয় উপদেষ্টা প্যানেলের সদস্য। ম্যারেজ অ্যান্ড মাটন কারি তার প্রথম ছোটগল্পের সংগ্রহ। ম্যারেজ অ্যান্ড মাটন কারি ২০১৮ সালে প্রকাশিত হয়। হয়েছে অনেকগুলো সংস্করণ।


আরো সংবাদ



premium cement