২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

জনতার সনদ

-

সমর্পণ করো জিঘাংসার সমস্ত উপকরণ
সময় এখন সত্যের, সময় এখন সভ্যতার
রক্তস্নাত ভ‚মি আবার ফিরেছে মালিকানায়
ধৈর্য ধরো, বিগলিত প্রেম ঢালো এখানে
অনন্তকাল বেঁচে থাক বিপ্লবের ইতিহাস
সুফলা মাটি আজও ভিজে আছে খুনে
তাকে চিহ্নিত করো সম্মিলিত উদ্ধত সাহসে
যেন যৌবনের গান গেয়ে ওঠে সমস্ত সমাবেশ

আবার যদি ফিরবার তাড়া থাকে শকুনির
তবে বলে দিও তাকে, অমাবস্যার শেষেই
পূর্ণ চাঁদের পরিস্ফুটন, ওরা জেগে আছে
জাগতেই হবে, ঘুমঘোর চোখ তবু সচেতন
জেনে রেখো জনতার কাতার থেকে উৎসারিত
সনদে কোনো বিশ্রামের কথা লেখা নেই।


আরো সংবাদ



premium cement