বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে ১০৯ জন নিয়োগ
- ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর নিম্নবর্ণিত ১০ ক্যাটাগরির ১০৯টি শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২০। লিখেছেন মাহমুদা সুলতানা
পদের নাম : তত্ত্বাবধায়ক-কাম-রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ১১৩০০-২৭৩০০/-
পদের নাম : রেফ্রিজারেটর মেকানিক।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : ৪ মাস মেয়াদি সংশ্লিষ্ট কোর্সের ট্রেড সার্টিফিকেট পাস।
বেতন স্কেল : ১১৩০০-২৭৩০০/-
পদের নাম : নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসিসহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : মেডিক্যাল এটেনড্যান্ড।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : সনদপ্রাপ্তদের ২ বছরের অভিজ্ঞতাসহ এসএসসি এবং কম্পাউন্ডারশিপ সনদ প্রাপ্ত।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : ট্রেসার।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি পাস এবং সুন্দর হাতের লেখাসহ দ্বিতীয় বিভাগ পেতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : নিম্নমান সহকারী, সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি (বাণিজ্য) পাসসহ টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : অফিসার্স কুক।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : ৮ম শ্রেণী পাসসহ প্রাচ্য ও ইউরোপীয় খানা রন্ধনের অভিজ্ঞতা।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : গ্রিজার।
পদের সংখ্যা : ৫৮টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি অথবা সমমানের যোগ্যতাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৯০০০-২১৮০০/-
পদের নাম : ভাণ্ডারী।
পদের সংখ্যা : ১৭টি।
আবেদনের যোগ্যতা : ৮ম শ্রেণী পাসসহ খাদ্য পাক করার জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৮৫০০-২০৫৭০/-
পদের নাম : তোপাষ।
পদের সংখ্যা : ২২টি।
আবেদনের যোগ্যতা : ৮ম শ্রেণী পাসসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞতা।
বেতন স্কেল : ৮৫০০-২০৫৭০/-
বয়সসীমা : ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রার্থীদের বয়স ১৮-৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর ও মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং মুক্তিযোদ্ধার নাতি/নাতনীদের ক্ষেত্রে বয়স ৩০ বছর।
আবেদনের জমা দেয়া : আগ্রহী প্রার্থীদের ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত শুধুমাত্র িি.িলড়নংনরঃিধ.মড়া.নফ-এর মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে হবে।
আবেদন ফ্রি জমা দেয়া : অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত অঢ়ঢ়ষরবফ ওউ টি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। ওই অঢ়ঢ়ষরবফ ওউটি রকেটের ইরষষবৎ ঘঁসনবৎ হিসেবে ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটি-এর বিলার আইডি নং-৪২২-এ আবেদন ফি বাবদ ক্রমিক নম্বর-১-১০-তে বর্ণিত পদের জন্য ২১৫ টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে, অন্যথায় আবেদনপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
প্রবেশপত্র সংগ্রহ : আবেদনকারীগণকে নিজ নিজ অঢ়ঢ়ষরবফ ওউ ব্যবহার করে িি.িলড়নংনরঃিধ.মড়া.নফ ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে যথাসময়ে ঝগঝ প্রদানের মাধ্যমে অবহিত করা হবে।
জরুরি তথ্য : প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র পাঠাতে হবে না। মৌখিক/ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) গ্রহণের সময় প্রার্থীদের আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। চাকরিরত প্রার্থীদের তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক/ ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ হলে চাকরিরত প্রতিষ্ঠানের কাছ থেকে অব্যাহতিপত্র জমা দিতে হবে।
জেনে রাখুন : বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।