২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ননক্যাডার পদে ২০৯৪ জন নিয়োগ

-

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ে নিম্নলিখিত নন-ক্যাডার পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ বা জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৯ জানুয়ারি ২০২০, সন্ধ্যা ৬টা পর্যন্ত। লিখেছেন মাহমুদ কবীর

পদের নাম : চিত্রগ্রাহক।
পদের সংখ্যা : ৬টি (স্থায়ী/অস্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি। ২ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
বয়সসীমা : ১ ডিসেম্বর ২০১৯ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর।
পদের নাম : ইন্সট্রাক্টর (মেরিন ইঞ্জিনিয়ারিং)।
পদের সংখ্যা : ১টি (স্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : ৩য় শ্রেণীর ইঞ্জিনিয়ার অফিসার সার্টিফিকেট।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
বয়সসীমা : ১ ডিসেম্বর ২০১৯ তারিখে বয়স সর্বোচ্চ ৪২ বছর।
পদের নাম : প্রধান শিক্ষক (মূক ও বধির বিদ্যালয়/ অন্ধ বিদ্যালয়/ জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র)
পদের সংখ্যা : ৫টি (স্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড)সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
বয়সসীমা : ১ ডিসেম্বর ২০১৯ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ৩০ বছর। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর।
পদের নাম : প্রভাষক (ফ্যাশন অ্যান্ড ডিজাইন)।
পদের সংখ্যা : ২টি (অস্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি; অথবা ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ বছর মেয়াদি প্রথম শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : প্রভাষক (কারিগরি)।
পদের সংখ্যা : ৯টি (অস্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ বছর মেয়াদি প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : ফোরম্যান।
পদের সংখ্যা : ৭টি (অস্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : সহকারী প্রোগ্রামার।
পদের সংখ্যা : ২টি (অস্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি; বা কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : শিল্প নির্দেশক/গ্রাফিক শিল্প নির্দেশক/ দৃশ্য পটকার।
পদের সংখ্যা : ৫টি [৪টি স্থায়ী ও ১টি অস্থায়ী পদ]।
আবেদনের যোগ্যতা : এম,এফ,এ ডিগ্রিপ্রাপ্ত; অথবা বি,এফ,এ ডিগ্রিপ্রাপ্ত এবং ২ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : প্রভাষক।
পদের সংখ্যা : ৪টি [সিভিল ইঞ্জিনিয়ারিং-২টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ২টি] (অস্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। তবে সব স্তরের পরীক্ষায় অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : প্রভাষক (ননটেক)।
পদের সংখ্যা : ৪টি (অস্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : গণিত, পদার্থ বিজ্ঞান বা রসায়ন বিদ্যায় ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা গণিত, পদার্থ বিজ্ঞান বা রসায়ন বিদ্যায় ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। তবে সব স্তরের পরীক্ষায় অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : ওয়ার্কশপ মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার।
পদের সংখ্যা : ১টি (অস্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা সমমান।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : ফিজিক্যাল ইন্সট্রাক্টর।
পদের সংখ্যা : ৬টি (অস্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণিতে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)।
পদের সংখ্যা : ১টি (অস্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণিতে ডিপ্লোমা পাস।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : ফটো টেকনিশিয়ান।
পদের সংখ্যা : ২টি (অস্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে প্রথম বিভাগে ডিপ্লোমা পাশ; বা দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি। ফটো টেকনিশিয়ান ট্রেড কোর্স সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কর্ম অভিজ্ঞতা।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : উপসহকারী মেরামত প্রকৌশলী (ইলেকট্রনিক্স)।
পদের সংখ্যা : ১টি (স্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : ডিপ্লোমা ইন ইকুইপমেন্ট রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স। অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : উপসহকারী মেরামত প্রকৌশলী (রিফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশন)।
পদের সংখ্যা : ১টি (স্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : ডিপ্লোমা ইন ইকুইপমেন্ট রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)।
পদের সংখ্যা : ১টি (স্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : উপসহকারী প্রকৌশলী।
পদের সংখ্যা : ৩টি (অস্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস)।
পদের সংখ্যা : ১৬টি (স্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)।
পদের সংখ্যা : ১০১টি (স্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : উপসহকারী প্রকৌশলী (ট্রেন এক্সামিনার)।
পদের সংখ্যা : ২০টি (স্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক)।
পদের সংখ্যা : ৩২টি (স্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : ইঞ্জিনিয়ারিং মেকানিক [উপসহকারী প্রকৌশলী]
পদের সংখ্যা : ১টি (স্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : প্রশাসনিক কর্মকর্তা।
পদের সংখ্যা : ২টি (অস্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : দ্বিতীয় শ্রেণির স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : মিডওয়াইফ।
পদের সংখ্যা : ১৮৪৭টি (অস্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : মিডওয়াইফারি বিষয়ে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা-ইন-মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
পদের সংখ্যা : ১টি (স্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : প্রশিক্ষক (স্টেনোটাইপিং প্রশিক্ষণ কেন্দ্র)।
পদের সংখ্যা : ১০টি (স্থায়ী / অস্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
পদের নাম : প্রশাসনিক কর্মকর্তা।
পদের সংখ্যা : ১টি (অস্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল : ১২৫০০-৩০২৩০/-
পদের নাম : ব্যক্তিগত কর্মকর্তা।
পদের সংখ্যা : ১টি (অস্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল : ১২৫০০-৩০২৩০/-
পদের নাম : সিনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড) [হস্তশিল্প ও সমজাতীয় প্রশিক্ষণ শাখা]
পদের সংখ্যা : ১টি (স্থায়ী পদ)।
আবেদনের যোগ্যতা : সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা। কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হবে।
বেতন স্কেল : ১২৫০০-৩০২৩০/-
উপরি উক্ত সব পদগুলোতে বয়সসীমা : ১ ডিসেম্বর ২০১৯ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর।
জরুরী তথ্য : শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।
অনলাইনে আবেদনপত্র (বিপিএসসি ফরম-৫অ) পূরণ এবং পরীক্ষার ফি জমা দেয়া : প্রার্থীদের টেলিটকের ডবন ধফফৎবংং : যঃঃঢ়://নঢ়ংপ.ঃবষবঃধষশ.পড়স.নফ বা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ডবন ধফফৎবংং : িি.িনঢ়ংপ.মড়া.নফ-এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র বিপিএসসি ফরম-৫অ (অঢ়ঢ়ষরপধহঃ’ং ঈড়ঢ়ু) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা দিতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণের বা জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৯ জানুয়ারি ২০২০, সন্ধ্যা ৬টা পর্যন্ত। কেবল টংবৎ ওউ প্রাপ্ত প্রার্থীরা ৯ জানুয়ারি ২০২০, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ১২ জানুয়ারি ২০২০, সন্ধ্যা ৬টা পর্যন্ত ংসং-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
পরীক্ষার ফি জমা দেয়া : অনলাইনে আবেদনপত্র (ইচঝঈ ঋড়ৎস-৫অ) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনামতো ছবি এবং ঝরমহধঃঁৎব ঁঢ়ষড়ধফ করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র ংঁনসরংংরড়হ শেষ হলে কম্পিউটারে ছবিসহ অঢ়ঢ়ষরপধঃরড়হ চৎবারবি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র ংঁনসরঃ করা সম্পন্ন হলে প্রার্থী একটি টংবৎ ওউ সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অঢ়ঢ়ষরপধহঃ’ং পড়ঢ়ু পাবেন। ওই অঢ়ঢ়ষরপধহঃ’ং পড়ঢ়ু প্রার্থীকে প্রিন্ট বা ফড়হিষড়ধফ করে সংরক্ষণ করতে হবে। অঢ়ঢ়ষরপধহঃ’ং পড়ঢ়ু-তে একটি টংবৎ ওউ নম্বর দেয়া থাকবে এবং এই টংবৎ ওউ নম্বর ব্যবহার করে প্রার্থী যেকোনো ঞবষবঃধষশ ঢ়ৎব-ঢ়ধরফ সড়নরষব নম্বর থেকে ঝগঝ করে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা জমা দেবেন।
প্রবেশপত্র : প্রার্থী তার টংবৎ ওউ এবং চধংংড়িৎফ ব্যবহার করে ছবি ও রেজিস্ট্রেশন নম্বর সংবলিত প্রবেশপত্র ফড়হিষড়ধফ করতে পারবেন।
কেন্দ্রভিত্তিক রেজিস্ট্রেশন নম্বর : প্রার্থীকে ঢাকা/ রাজশাহী/ চট্টগ্রাম/ খুলনা/ বরিশাল/ সিলেট /রংপুর/ ময়মনসিংহ কেন্দ্রের মধ্যে যেকোনো একটি কেন্দ্রের বিপরীতে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রার্থী যে কেন্দ্র নির্বাচন করবেন সে কেন্দ্রের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বরের রেঞ্জ থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বর দেয়া হবে। তবে বাছাই/লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা কেবল ঢাকায় অনুষ্ঠিত হবে।
জেনে রাখুন : ফরম পূরণ, ফি জমাদান এবং প্রবেশপত্র প্রাপ্তি এবং অন্যান্য বিষয় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইট িি.িনঢ়ংপ.মড়া.নফ এবং টেলিটকের ওয়েবসাইটে যঃঃঢ়://নঢ়ংপ.ঃবষবঃধষশ.পড়স.নফ-এ পাওয়া যাবে।

 


আরো সংবাদ



premium cement
শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা

সকল