২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিমান বাহিনীতে বিমানসেনা নিয়োগ

-

বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা হিসেবে শিক্ষা প্রশিক্ষক পদে (এন্ট্রি নং ৩৪) এবং
সাইফার এসিস্ট্যান্ট পদে (এন্ট্রি নং ১৯) নিয়োগ দেয়ার জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে
আবেদনপত্র আহ্বান করা হয়েছে। নির্বাচনী পরীক্ষা : প্রতিদিন সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
লিখেছেন মাহমুদা সুলতানা
আবেদনের যোগ্যতা : শিক্ষা প্রশিক্ষক : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমাতে ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
সাইফার এসিস্ট্যান্ট : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি/ বিকম/ বিএ-তে ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ আইটি ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমাতে ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ : শিক্ষা প্রশিক্ষক : লিখিত পরীক্ষা (আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান); স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা।
সাইফার এসিস্ট্যান্ট : লিখিত পরীক্ষা (আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান); ব্যবহারিক, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা।
জাতীয়তা : বাংলাদেশী পুরুষ নাগরিক।
বয়স : সর্বোচ্চ ২৮ বছর (২২ মার্চ ২০২০ তারিখে)।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত/বিবাহিত।
উচ্চতা : ন্যূনতম ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
ওজন : বয়স ও উচ্চতা অনুযায়ী।
বুকের মাপ: ন্যূনতম ৭৮ হইতে ৮১ সে.মি. (৩০ ইঞ্চি-৩২ ইঞ্চি)।
চোখ : ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।
অযোগ্যতা : সেনা/নৌ/ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত/ অপসারিত/ স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।
আবেদনপত্র সংগ্রহ : সেন্ট্রাল নন-পাবলিক ফান্ড, বিএএফ এর অনুকূলে ২০০ টাকা মূল্যের মেশিন রিডেবল ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার-এর বিনিময়ে প্রতি কার্যদিবসে ৮টা থেকে ২টা পর্যন্ত (জেলা/বিভাগের নির্ধারিত পরীক্ষার তারিখের পূর্ব দিন পর্যন্ত) আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ব্যাংক ড্রাফট অবশ্যই টিবিএল, অগ্রণী, সোনালী, রূপালী ও জনতা ব্যাংক শাখায় পরিশোধযোগ্য হতে হবে। বিএএফ ওয়েবসাইট থেকে সংগৃহীত ফরমের ক্ষেত্রে পরীক্ষার পূর্বে ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার জমা দিয়ে পরীক্ষার রোল নম্বর সংগ্রহ করতে হবে।
জেনে রাখুন : ভাঁজ করা ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার গ্রহণযোগ্য নয়।
বিস্তারিত তথ্য ও অনলাইনে আবেদন করতে লগ ইন করুন : িি.িলড়রহনধহমষধফবংযধরৎভড়ৎপব. সরষ.নফ অথবা ঔড়রহইঅঋ অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করুন।
আবেদনপত্র সংগ্রহের স্থান : ১। বাংলাদেশ বিমান বাহিনী সব ঘাঁটি ও ইউনিট।
২। বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা।
আবেদনপত্র জমা দেয়ার নিয়মাবলি জানতে ও বিস্তারিত তথ্যের জন্য লগইন করুন : িি.িলড়রহনধহমষধফবংযধরৎভড়ৎপব.সরষ.নফ।
নির্বাচনী পরীক্ষা : প্রতিদিন সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
বিভাগ : সকল বিভাগ।
পরীক্ষার তারিখ : ০৬ আগস্ট ২০১৯।
পরীক্ষার কেন্দ্র : বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।
যোগদানের সম্ভাব্য তারিখ : ২২ মার্চ ২০২০।
সুযোগ-সুবিধা : উচ্চতর শিক্ষা, যোগ্যতার ভিত্তিতে প্রয়োজনীয় ক্ষেত্রে বিদেশে প্রশিক্ষণ, জাতিসঙ্ঘ মিশন, ভর্তুকি মূল্যে রেশন, বাসস্থান, চিকিৎসাসহ সন্তানের বিএএফ শাহীন কলেজ, গওঝঞ, ইটচ ও অঋগঈ
-তে অধ্যয়নের সুযোগ।
যোগাযোগ : রিক্রুটমেন্ট পরিদপ্তর, বাংলাদেশ বিমান বাহিনী সদর দফতর, ঢাকা ক্যান্টনমেন্ট।
বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫। ফোন : ০২৫৫০৬০০০০ সম্প্রসারণ : ৫৬৯৬, ০১৭৬৯৯৯০০১১

 


আরো সংবাদ



premium cement