ডাক অধিদফতরে ১৫ জন নিয়োগ
- ১৫ জুন ২০১৯, ০০:০০, আপডেট: ১৪ জুন ২০১৯, ২২:৪৪
ডাক অধিদফতরের সহকারী নিয়ন্ত্রক (স্ট্যাম্পস)-এর কার্যালয়, ডাক ভবন, ঢাকা অফিসের নি¤œবর্ণিত রাজস্বভুক্ত পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় : ২৭ জুন ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত। লিখেছেন মাহমুদা সুলতানা
পদের নাম : সহকারী পরিদর্শক।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : স্নাতক/সমমানের ডিগ্রি।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
পদের নাম : উচ্চমান সহকারী।
পদের সংখ্যা : ৪টি।
আবেদনের যোগ্যতা : স্নাতক/সমমানের ডিগ্রি।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি/সমমান। কম্পিউটার মুদ্রাক্ষরিকে গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
উপরি উক্ত পদগুলোতে যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চাঁদপুর, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, গাইবান্ধা, নীলফামারী, খুলনা, ভোলা, হবিগঞ্জ জেলার প্রার্থীরা ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম : কাউন্টার।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি/সমমান।
বেতন স্কেল : ৮৮০০-২১৩১০/-
পদের নাম : প্যাকার।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি/সমমান।
বেতন স্কেল : ৮৫০০-২০৫৭০/-
পদের নাম : আর্মড গার্ড।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি/সমমান। অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল : ৮৫০০-২০৫৭০/-
পদের নাম : অফিস সহায়ক।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি/সমমান।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : কুলি।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী /সমমান।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
উপরি উক্ত পদগুলোতে যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, ভোলা জেলার প্রার্থীরা ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা : ২৮ মে ২০১৯ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর।
লিখিত পরীক্ষা : সব পদের প্রার্থীদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পরীক্ষার তারিখ : পরীক্ষার তারিখ, সময় ও স্থান যথাসময়ে পরীক্ষার্থীকে ঝগঝ-এর মাধ্যমে জানানো হবে। আবেদন ফরম পূরণ : আগ্রহী প্রার্থীরা যঃঃঢ়://নফঢ়ড়ংঃ.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইটে নির্দিষ্ট ফরমে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
ঙহষরহব-এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় : ২৭ জুন ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত। ওই সময়সীমার মধ্যে টংবৎ ওউ প্রাপ্ত প্রার্থীরা ঙহষরহব-এ আবেদনপত্র ংঁনসরঃ-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ঝগঝ-এ পরীক্ষার ফি জমা দেবেন। ঙহষরহব আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ দ্ধ প্রস্থ ৩০০ চরীবষ) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ দ্ধ প্রস্থ ৮০ চরীবষ) স্ক্যান করে নির্ধারিত স্থানে টঢ়ষড়ধফ করবেন। ছবির সাইজ ১০০কই ও স্বাক্ষরের সাইজ ৬০কই-এর মধ্যে হতে হবে।
এসএমএস পাঠানো ও পরীক্ষার ফি জমা দেয়া : অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অঢ়ঢ়ষরপধঃরড়হ চৎবারবি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী টংবৎ ওউ, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অঢ়ঢ়ষরপধহঃ'ং ঈড়ঢ়ু পাবেন। ওই অঢ়ঢ়ষরপধহঃ'ং ঈড়ঢ়ু প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অঢ়ঢ়ষরপধহঃ'ং কপিতে একটি টংবৎ ওউ নম্বর দেয়া থাকবে এবং টংবৎ ওউ নম্বর ব্যবহার করে প্রার্থী যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দু’টি এসএমএস করে পরীক্ষার ফি ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ক্রমিক নম্বর ১-৩ ভুক্ত পদের বিপরীতে ১১২ টাকা এবং ক্রমিক নম্বর ৪-৮ নং ভুক্ত পদের বিপরীতে ৫৬ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন।
প্রবেশপত্র প্রাপ্তি : প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যঃঃঢ়://নফঢ়ড়ংঃ.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে ঝগঝ-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) জানানো হবে। এসএমএসে পাঠানো টংবৎ ওউ এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেনুর নাম ইত্যাদি তথ্যসংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং মৌখিক পরীক্ষার সময় দেখাবেন।