২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৪৭৫ জন নিয়োগ

-

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোয় ‘কাজ নাই মজুরি নাই’ এ শর্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মহিলাদের জন্য সংরক্ষিত ‘বিলিং সহকারী’ পদে মোট ৪৭৫ জনকে নিয়োগের প্যানেল তৈরির জন্য প্রকৃত বাংলাদেশী মহিলা নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে নিজ হাতে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম : বিলিং সহকারী (মহিলাদের জন্য সংরক্ষিত)। পদের সংখ্যা : ৪৭৫টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫-এর মধ্যে জিপিএ ২.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর কম্পিউটারে ও গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। প্রার্থীকে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়স ৩০ এপ্রিল ২০১৯ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
বেতনভাতা : দৈনিক ৬০০ টাকা হারে মজুরি দেয়া হবে।
আবেদন করার পদ্ধতি : প্রার্থীদের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট (িি.িৎবন.মড়া.নফ) অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। আবেদন ফরম অ৪ সাইজের কাগজে হতে হবে। সংগৃহীত নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র পাঠানো : সব পল্লী বিদ্যুৎ সমিতির পরীক্ষার একই তারিখে অনুষ্ঠিত হবে এবং আবেদনকারীকে ডাকযোগে প্রেরিত প্রবেশপত্রের মাধ্যমে পরীক্ষার তারিখ জানানো হবে।
আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র জমা দিতে হবে : আবেদনপত্রের সাথে প্রার্থীর সব শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদপত্র (মার্কশিট/প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়), নাগরিকত্ব সনদ, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে) জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ : ২৭ মে ২০১৯।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : আবেদনকারী যেকোনো পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার বরাবরে খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক নির্ধারিত ছকের আবেদনপত্র নিজ হাতে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ পাঠাবেন।
সূত্র : দৈনিক ইত্তেফাক, ৭ মে ২০১৯ হ মাহমুদা সুলতানা

 


আরো সংবাদ



premium cement