২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরে ৪৩ জন নিয়োগ

-

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের নিচে বর্ণিত শূন্য পদে অস্থায়ীভাবে পূরণের জন্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে ঙহষরহব-এ আবেদনপত্র আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ১৩ মে ২০১৯, সন্ধ্যা ৬টা পর্যন্ত। লিখেছেন মাহমুদা সুলতানা
পদের নাম : সাঁট-লিপিকার কাম কম্পিউটার।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমান। বাংলা ও ইংরেজি শ্রুতি লিখনে ন্যূনতম গতি প্রতি মিনিটে যথাক্রমে ৭০ ও ১০০ শব্দ থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
পদের নাম : কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : স্নাতক বা সমমান, তবে বিভাগীয় ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে ২ বছরের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
পদের নাম : সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। বাংলা ও ইংরেজি শ্রুতি লিখনে ন্যূনতম গতি প্রতি মিনিটে যথাক্রমে ৬০ ও ৮০ শব্দ থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে ন্যূনতম গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা : ২৬টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস ও কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২৮ শব্দ হতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : রেকর্ড কিপার।
পদের সংখ্যা : ৭টি।
আবেদনের যোগ্যতা : স্নাতক বা সমমান।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : ড্রাইভার।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান। হালকা ও ভারী মোটরযান চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
উপরি উক্ত পদগুলোতে যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর।
বয়সসীমা : আবেদনকারীর বয়স ১ মে ২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ বছর থেকে ৩০ বছর।
আবেদনপত্র পূরণ করা : প্রার্থীরা যঃঃঢ়://ফরঢ়. ঃবষবঃধষশ.পড়স.নফ-এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ১৩ মে ২০১৯, সন্ধ্যা ৬টা পর্যন্ত। ওই সময়সীমার মধ্যে টংবৎ ওউ প্রাপ্ত প্রার্থীরা ঙহষরহব-এ আবেদনপত্র ঝঁনসরঃ-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ঙহষরহব আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ ী প্রস্থ ৮০) ঢ়রীবষ ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ ী প্রস্থ ৩০০) ঢ়রীবষ করে নির্ধারিত স্থানে টঢ়ষড়ধফ করবেন। ঙহষরহব আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু ঙহষরহব-এ আবেদনপত্র ঝঁনসরঃ করার পূর্বেই পূরণকৃত সব তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী ঙহষরহব-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
ঝগঝ পাঠানো ও পরীক্ষার ফি জমা দেয়া : অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং ঝরমহধঃঁৎব ঁঢ়ষড়ধফ করে আবেদনপত্র ঝঁনসরঃ করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অঢ়ঢ়ষরপধঃরড়হ ঢ়ৎবারবি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র ঝঁনসরঃ করা প্রার্থী একটি টংবৎ ওউ, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অঢ়ঢ়ষরপধহঃ'ং পড়ঢ়ু পাবেন। ওই অঢ়ঢ়ষরপধহঃং পড়ঢ়ু প্রার্থী প্রিন্ট অথবা ফড়হিষড়ধফ করে সংরক্ষণ করবেন। অঢ়ঢ়ষরপধহঃ'ং পড়ঢ়ু-তে একটি টংবৎ ওউ নম্বর দেয়া থাকবে। ওই টংবৎ ওউ নম্বর ব্যবহার করে প্রার্থী যেকোনো ঞবষবঃধষশ ঢ়ৎব-ঢ়ধরফ সড়নরষব নম্বরের মাধ্যমে ২টি ঝগঝ করে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন। প্রবেশপত্র প্রাপ্তি : প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যঃঃঢ়://ফরঢ়.ঃবষবঃধষশ.পড়স.নফ অথবা, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের বিনংরঃব:ডডড.ফরঢ়.মড়া.নফ-তে এবং প্রার্থীর মোবাইল ফোনে ঝগঝ-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।


আরো সংবাদ



premium cement
সম্পদের হিসাব জমা দিতে সময় পাচ্ছেন সরকারি কর্মচারীরা ঢালাও মামলা নিয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ কী পাকিস্তানে জাতিগত সহিংসতায় ৩ দিনে নিহত ৮২ হেফাজত নেতাকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে স্মারকলিপি অটোরিকশাচালকদের কর্মসূচি স্থগিত, পুলিশের সাথে বৈঠক সোমবার ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা স্ত্রীসহ আটক রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সঙ্কট, ফেরি চলাচল ব্যাহত সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন সিইসি দ্বিতীয় দিনের মতো বেনাপোলে দূরপাল্লার পরিবহন বন্ধ মা‌টিরাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত

সকল