রাষ্ট্রপতির কার্যালয়ে আপন বিভাগে ৫৪ জন নিয়োগ
- ২০ এপ্রিল ২০১৯, ০০:০০
রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগে নিচের পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের
কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ ও
সময় : ৬ মে ২০১৯, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। লিখেছেন মাহমুদ কবীর
পদের নাম : কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে ঝঃধহফধৎফ অঢ়ঃরঃঁফব ঞবংঃ-এ উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
পদের নাম : সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, সাঁটলিপিতে সর্বনি¤œ গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনি¤œ গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ; এবং কম্পিউটারে ডড়ৎফ ঢ়ৎড়পপংংরহম সহ ই-মেইল ও ফ্যাক্স চালনার দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-
পদের নাম : ক্যাশিয়ার।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রিসহ ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম : অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা : ৮টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনি¤œ গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ; এবং কম্পিউটারে ডড়ৎফ ঢ়ৎড়পপংংরহম সহ ই-মেইল ও ফ্যাক্স চালনার দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : স্টোর কিপার।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : বাবুর্চি।
পদের সংখ্যা : ৪টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেটসহ দেশী ও বিদেশী খাদ্য প্রস্তুতে খ্যাতনামা কোনো হোটেল/প্রতিষ্ঠানে ৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : ডেসপাচ রাইডার।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় কর্ম অভিজ্ঞতা।
বেতন স্কেল : ৮৮০০-২১৩১০/-
উপরি উক্ত ৭টি পদে যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই : মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, জয়পুরহাট, নওগাঁ, খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, বরিশাল, ভোলা ও মৌলভীবাজার জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
পদের নাম : সাইকেল ম্যাসেঞ্জার।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেটসহ সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
বেতন স্কেল : ৮৫০০-২০৫৭০/-
পদের নাম : হাউজ লস্কর।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : অফিস সহায়ক।
পদের সংখ্যা : ১০টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : চোপদার।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : খেদমতগার।
পদের সংখ্যা : ৬টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম: খালাসী।
পদের সংখ্যা : ৫টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : সহকারী বাবুর্চি।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : সহকারী বাবুর্চি (পূর্বতন পদ : মশালচি)।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : ভবন পরিচর্যাকারী।
পদের সংখ্যা : ৫টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা, তবে পেশাগত ক্লিনারের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
উপরি উক্ত ৯টি পদে যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই : মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও মৌলভীবাজার জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা : ৬ মে, ২০১৯ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর। শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের (নাতি-নাতনী) বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর।
আবেদনপত্র পূরণ করা : আগ্রহী প্রার্থীরা যঃঃঢ়:// নধহমধনযধনধহ.ঃবষবঃধষশ.পড়স.নফ-এ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ ও সময় : ৬ মে, ২০১৯, রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। ওই সময়সীমার মধ্যে টংবৎ ওউ প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র ঝঁনসরঃ-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ ঢ়রীবষ ´ প্রস্থ ৩০০ ঢ়রীবষ) ও (দৈর্ঘ্য ৩০০ ঢ়রীবষ ´ প্রস্থ ৮০ ঢ়রীবষ) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০কই ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০কই হতে হবে।
প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন।
ঝগঝ পাঠানো ও পরীক্ষার ফি জমা দেয়া : অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর ঁঢ়ষড়ধফ করে আবেদনপত্র ঝঁনসরঃ করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অঢ়ঢ়ষরপধঃরড়হ চৎবারবি দেখা যবে। নির্ভুলভাবে আবেদনপত্র ঝঁনসরঃ করা সম্পন্ন হলে প্রার্থী একটি টংবৎ ওউ, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অঢ়ঢ়ষরপধহঃ'ং ঈড়ঢ়ু পাবেন। ওই অঢ়ঢ়ষরপধহঃ'ং ঈড়ঢ়ু প্রার্থী প্রিন্ট অথবা উড়হিষড়ধফ করে সংরক্ষণ করবেন। অঢ়ঢ়ষরপধহঃ'ং ঈড়ঢ়ু তে একটি টংবৎ ওউ দেয়া থাকবে। ওই টংবৎ ওউ নম্বর ব্যবহার করে প্রার্থী যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি ঝগঝ করে পরীক্ষার ফি বাবদ ১-৭ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ১১২ টাকা এবং ৮-১৬ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ৫৬ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন। ঙহষরহব-এ আবেদনপত্রের সব অংশ পূরণ করে ঝঁনসরঃ করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত ঙহষরহব-এ আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রবেশপত্র প্রিন্ট করা : ঝগঝ-এ প্রেরিত টংবৎ ওউ এবং চধংংড়িৎফ ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী উড়হিষড়ধফ পূর্বক প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নেবেন। প্রার্থীর এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে।
প্রবেশপত্র প্রাপ্তি : প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যঃঃঢ়://নধহমধনযধনধহ.ঃবষবঃধষশ.পড়স.নফ অথবা রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে িি.ি নধহমধনযধনধহ.মড়া.নফ-এ এবং প্রার্থীর মোবাইল ফোনে ঝগঝ-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। ঙহষরহব আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে বিধায় ওই মোবাইল ফোন নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, ঝগঝ পড়া এবং প্রাপ্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন।