২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে ১৮০ জন নিয়োগ

-

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের রাজস্ব খাতে নি¤œবর্ণিত স্থায়ী শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ২৫ এপ্রিল ২০১৯, বিকেল ৫টা পর্যন্ত । লিখেছেন মাহমুদা সুলতানা
পদের নাম : হিসাব সহকারী।
পদের সংখ্যা : ১৮০টি।
আবেদনের যোগ্যতা : বাণিজ্য বিভাগে অন্যূন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, বাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ।
বয়সসীমা : ৯ এপ্রিল ২০১৯ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/ প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।
আবেদনপত্র পূরণ করা : প্রার্থীরা যঃঃঢ়:// ষমবফ.ঃবষবঃধষশ.পড়স.নফ-এর ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ২৫ এপ্রিল ২০১৯, বিকেল ৫টা পর্যন্ত । ওই সময়সীমার মধ্যে টংবৎ ওউ প্রাপ্ত প্রার্থীরা ঙহষরহব-এ আবেনপত্র ঝঁনসরঃ-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ঝগঝ-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ঝগঝ পাঠানো ও পরীক্ষার ফি জমা দেয়া : অনলাইনে আবদেনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর টঢ়ষড়ধফ করে আবেদনপত্রে ঝঁনসরঃ করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অঢ়ঢ়ষরপধঃরড়হ চৎবরিবি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন ঝঁনসরঃ করা সম্পন্ন প্রার্থী একটি টংবৎ ওউ, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অঢ়ঢ়ষরপধঃরড়হ ঈড়ঢ়ু পাবেন। প্রার্থী ওই অঢ়ঢ়ষরপধহঃ’ং ঈড়ঢ়ু প্রিন্ট বা ডাউনলোড করে পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। অঢ়ঢ়ষরপধহঃ’ং কপিতে প্রদত্ত টংবৎ ওউ নম্বর ব্যবহার করে প্রার্থী যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি ঝগঝ করে পরীক্ষার ফি ও টেলিটক সার্ভিস চার্জসহ প্রার্থী মোট ১১২ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে ঝঁনসরঃ করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
জেনে রাখুন : ফি দেয়ার পর প্রার্থী আবেদনপত্রে প্রদত্ত তার নিজস্ব মোবাইল নম্বরে ঝগঝ-এ মাধ্যমে টংবৎ ওউ এবং চধংংড়িৎফ পাবেন। ঝগঝ-এর মাধ্যমে প্রেরিত টংবৎ ওউ এবং চধংংড়িৎফ ব্যবহার করে পরে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/ কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী উড়হিষড়ধফ পূর্বক চৎরহঃ করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক/ ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার সময়ে দেখাবেন।
মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র জমা দিতে হবে : প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোনো কাগজপত্র পাঠাতে হবে না। লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার পর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিচের কাগজপত্রের মূলকপি দেখাতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ১ সেট অনুলিপি জমা দিতে হবে।
১. সব শিক্ষাগত যোগ্যতার সনদ।
২. জাতীয় পরিচয়পত্র।
৩. চাকরির আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার/ কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখ করে) নাগরিকত্বের সনদ।
৪. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্ত কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
৫. প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ-মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধা সনদ (মন্ত্রণালয়ের সনদ, বামুস সনদ), মুক্তিবার্তা/ গেজেট নম্বর ও তারিখ, মুক্তিযোদ্ধা বয়স প্রমাণের লক্ষ্যে এসএসসি সনদ/ জন্ম সনদ, মৃত মুক্তিযোদ্ধার মৃত্যু সনদ এবং মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে উপরোক্ত কাগজপত্রসহ প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সম্পর্কের প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার/ কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়ন পত্র। প্রার্থী এবং তাঁর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে।
৬. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অন্যান্য কোটা প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদ।
৭. শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শারীরিক প্রতিবন্ধী সম্পর্কিত সনদ।
৮. প্রবেশপত্র, ৯. অঢ়ঢ়ষরপধহঃ’ং ঈড়ঢ়ু.


আরো সংবাদ



premium cement
সম্পদের হিসাব জমা দিতে সময় পাচ্ছেন সরকারি কর্মচারীরা ঢালাও মামলা নিয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ কী পাকিস্তানে জাতিগত সহিংসতায় ৩ দিনে নিহত ৮২ হেফাজত নেতাকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে স্মারকলিপি অটোরিকশাচালকদের কর্মসূচি স্থগিত, পুলিশের সাথে বৈঠক সোমবার ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা স্ত্রীসহ আটক রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সঙ্কট, ফেরি চলাচল ব্যাহত সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন সিইসি দ্বিতীয় দিনের মতো বেনাপোলে দূরপাল্লার পরিবহন বন্ধ মা‌টিরাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত

সকল