বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ৩৬ জন নিয়োগ
- ০২ মার্চ ২০১৯, ০০:০০
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত স্থায়ী শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় : ২৪ মার্চ ২০১৯, বিকেল ৫টা পর্যন্ত। লিখেছেন মাহমুদ কবীর
পদের নাম : বৈজ্ঞানিক কর্মকর্তা (এসও)।
পদের সংখ্যা : ৮টি।
আবেদনের যোগ্যতা : বিএসসি (কৃষি) / এমএসসি (উদ্ভিদ বিজ্ঞান/ প্রাণিবিজ্ঞান/ মৃত্তিকাবিজ্ঞান/ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি/ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি/ মাইক্রোবায়োলজি) এবং সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণী থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতাসহ প্রার্থী অগ্রাধিকারযোগ্য।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : সহকারী পরিচালক।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এমবিএ/ম্যানেজমেন্ট/ হিসাববিজ্ঞান/ অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি। উপযুক্ত বিভাগীয় প্রার্থীদের বেলায় শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : জুনিয়র ফিল্ড এসিসটেন্ট (জেএফএ)।
পদের সংখ্যা : ৭টি।
আবেদনের যোগ্যতা : কৃষি ডিপ্লোমা/এইচএসসি (কৃষি)। কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : সাঁটমুদ্রাক্ষরিক পদের বেলায় সাঁটলিপিতে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে ৬০ ও ৪০ শব্দের গতিসম্পন্ন এবং মুদ্রাক্ষরিকে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতিসহ এইচএসসি পাস।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ৯টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি পাসসহ বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ ও ৩০ টাইপের গতি থাকা আবশ্যক।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : ট্রাক চালক/ ট্রাক্টর চালক/গাড়িচালক।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : যানবাহন চালনায় পাঁচ বছরের অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণী পাস। হালকা/ ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
ক্রমিক-৩ থেকে ৬ নম্বর পদে যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না : ক্রমিক নম্বর ৩ থেকে ৬ পর্যন্ত পদগুলোর অনুকূলে ঢাকা, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, খুলনা, বাগেরহাট, যশোর, মাগুরা, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি এবং বরগুনা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই (এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ছাড়া)।
পদের নাম : সহকারী ম্যাশন।
পদের সংখ্যা : ০১টি।
আবেদনের যোগ্যতা : কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতাসহ পঞ্চম শ্রেণী পাস।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : অফিস সহায়ক।
পদের সংখ্যা : ৬টি।
আবেদনের যোগ্যতা : কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতাসহ পঞ্চম শ্রেণী পাস।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
ক্রমিক-৭ থেকে ৮ নম্বর পদে যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই : ক্রমিক নম্বর ৭ এবং ৮ পর্যন্ত উল্লিখিত পদের অনুকূলে নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, খুলনা, যশোর, মাগুরা, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী এবং ভোলা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই (এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ছাড়া)।
বয়সসীমা : প্রার্থীর বয়সসীমা ২৪ মার্চ ২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
জরুরি তথ্য : সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। একজন প্রার্থী শুধু একটি পদের অনুকূলে আবেদনপত্র জমা দিতে পারবেন।
ক্রমিক নং ৪ এবং ৫-এর ক্ষেত্রে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে এবং নিয়োগের শর্তানুযায়ী ব্যবহারিক পরীক্ষায় সর্বনিম্ন গতি (সাঁটলিপি/টাইপ) অর্জনকারী প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ করা : প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। যঃঃঢ়://নলৎর. ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইটে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা অনুসারে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় : ২৪ মার্চ ২০১৯, বিকেল ৫টা পর্যন্ত।
ওই সময়সীমার মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (৩০০দ্ধ৮০ ঢ়রীবষ) ও রঙিন ছবি (৩০০দ্ধ৩০০ ঢ়রীবষ) নির্ধারিত স্থানে আপলোড করবেন। যেহেতু অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার আগেই পূরণকৃত সব তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি পিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
এসএমএস পাঠানো ও পরীক্ষার ফি জমা দেয়া : অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অঢ়ঢ়ষরপধঃরড়হ চৎবারবি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিটকারী প্রার্থী টংবৎ ওউ, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অঢ়ঢ়ষরপধহঃ'ং ঈড়ঢ়ু পাবেন। অঢ়ঢ়ষরপধহঃ'ং ঈড়ঢ়ু প্রার্থী চৎরহঃ/ উড়হিষড়ধফ করে সংরক্ষণ করবেন। টংবৎ ওউ ব্যবহার করে প্রার্থী যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দু’টি এসএমএস করে পরীক্ষার ফি অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন। পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর ১ ও ২-এ বর্ণিত পদের জন্য ৫০০ টাকা, ক্রমিক নম্বর ৩ থেকে ৬ -এ বর্ণিত পদের জন্য ৩০০ টাকা এবং ক্রমিক নম্বর ৭ ও ৮-এ বর্ণিত পদের জন্য ২০০ টাকা জমা দেবেন। অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রবেশপত্র প্রাপ্তি : প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যঃঃঢ়://নলৎর.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েব সাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় প্রার্থীর মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা দরকার। এসএমএসে পাঠানো টংবৎ ওউ এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যু ইত্যাদি সংবলিত প্রবেশপত্র প্রার্থী উড়হিষড়ধফ পূর্বক পিন্ট (সম্ভব হলে রঙিন) করার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার সময় দেখাবেন।