২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসে নিয়োগ

-

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসে (এমইএস) নিচে বর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য যোগ্য নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ : ১৩ মার্চ ২০১৯।
পদের নাম : ইউডিএ।
পদের সংখ্যা : ৭টি।
আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি। এমএস ওয়ার্ড বা সফটওয়্যারগুলোতে দক্ষতাসহ কম্পিউটার পরিচালনায় ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি/সমমান। শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৮০ শব্দ এবং টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০ শব্দ গতি থাকতে হবে।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম : অফিস সহকারী।
পদের সংখ্যা : ৩২টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি/ সমমান। কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : স্টোরম্যান।
পদের সংখ্যা : ১৮টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি/সমান।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : এমটিডি।
পদের সংখ্যা : ১১টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস। সরকারি পেশাদার ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : ফটোকপি অপারেটর (আগের ব্লু-প্রিন্টার)।
পদের সংখ্যা : ৪টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল : ৮৮০০-২১৩১০/-
পদের নাম : ফটোকপি অপারেটর (আগের জি/অপারেটর)।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল : ৮৮০০-২১৩১০/-
উপরি উক্ত পদে যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই : মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, লক্ষ্মীপুর, নাটোর, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম : দপ্তরি।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল : ৮৫০০-২০৫৭০/-
পদের নাম : অফিস সহায়ক।
পদের সংখ্যা : ১১টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : নিরাপত্তা প্রহরী (আগের চৌকিদার)।
পদের সংখ্যা : ৬টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : পরিচ্ছন্নতা কর্মী।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : অক্ষরজ্ঞান সম্পন্ন।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
উপরি উক্ত পদে যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই : ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, লক্ষ্মীপুর, পাবনা, রংপুর, গাইবান্ধা, পঞ্চগড়, খুলনা, যশোর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, হবিগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
জরুরি তথ্য : একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
বয়সসীমা : আবেদনকারীর বয়স ১৩ মার্চ ২০১৯ তারিখে ১৮ হতে ৩০ বছর; তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যার জন্য বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে।
আবেদনপত্র পূরণ : আগ্রহী প্রার্থীরা যঃঃঢ়://সবং.ঃবষবঃধষশ.পড়স.নফ/ ওয়েবসাইটে লগইন করলে একটি লিংক পাবে। ওই লিংকে প্রবেশ করে প্রার্থীদের সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ : ১৩ মার্চ ২০১৯। ওই সময়ের মধ্যে টংবৎ ওউ প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র ঝঁনসরঃ-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ঝগঝ-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন; অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ ী প্রস্থ ৮০) ঢ়রীবষ, ঋরষব ংরুব ৬০ শন ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ ী প্রস্থ ৩০০) ঢ়রীবষ, ভরষব ংরুব ১০০ শন স্ক্যান করে নির্ধারিত স্থানে টঢ়ষড়ধফ করবেন।
প্রবেশপত্র প্রাপ্তি : প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যঃঃঢ়://সবং.ঃবষবঃধষশ.পড়স.নফ/ ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে ঝগঝ-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। ঝগঝ-এ প্রেরিত টংবৎ ওউ এবং চধংংড়িৎফ ব্যবহার করে পরে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেনুর নাম তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী উড়হিষড়ধফপূর্বক চৎরহঃ করার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় দেখাবেন। প্রবেশপত্র উড়হিষড়ধফ-এর তারিখ পরবর্তীতে ঝগঝ-এর মাধ্যমে জানানো হবে।

 


আরো সংবাদ



premium cement
হেফাজতের সমাবেশে গণহত্যা : হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে চীন বড় অগ্রাধিকার : উপদেষ্টা টেকনাফে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মিরসরাইয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা সিলেট সীমান্তে ৬৩ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ২ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের : স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু : ভাংচুর পুরান ঢাকার ২ কলেজে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায়

সকল