বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে ১২ পদে ১৩০ জন নিয়োগ
- ০৬ অক্টোবর ২০১৮, ০০:০০
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের নিয়ন্ত্রণাধীন কারখানাগুলোতে
নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে ১২ ধরনের পদে ১৩০ জন নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করার আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণের
শেষ তারিখ : ১৫ অক্টোবর ২০১৮, রাত ১২টা পর্যন্ত। লিখেছেন মাহমুদা সুলতানা
পদের নাম : সহকারী প্রোগ্রামার।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : কম্পিউটারে ট্রেনিংসহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : চিকিৎসা কর্মকর্তা।
পদের সংখ্যা : ৫টি।
আবেদনের যোগ্যতা : এমবিবিএস পাস অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ এলএমএফ পাস।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : সহঃ প্রকৌশলী (কেমিক্যাল)।
পদের সংখ্যা : ৩০টি।
আবেদনের যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)।
পদের সংখ্যা : ১৫টি।
আবেদনের যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)।
পদের সংখ্যা : ১৫টি।
আবেদনের যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : সহকারী প্রকৌশলী (সিভিল)।
পদের সংখ্যা : ২টি।
আবেদনের যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
পদের নাম : সহঃ বাণিজ্যিক কর্মকর্তা।
পদের সংখ্যা : ১৮টি।
আবেদনের যোগ্যতা : স্নাতকোত্তর অথবা নিজ নিজ ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ১৬,০০০-৩৮৬৪০/-
পদের নাম : সহঃ নিরাপত্তা কর্মকর্তা।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : স্নাতকোত্তর অথবা নিজ নিজ ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল : ১৬,০০০-৩৮৬৪০/-
পদের নাম : উপসহকারী প্রকৌশলী (কেমিক্যাল)।
পদের সংখ্যা : ৩১টি।
আবেদনের যোগ্যতা : ৩ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস।
বেতন স্কেল : ১৬,০০০-৩৮৬৪০/-
পদের নাম : উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)।
পদের সংখ্যা : ৪টি।
আবেদনের যোগ্যতা : ৩ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস।
বেতন স্কেল : ১৬,০০০-৩৮৬৪০/-
পদের নাম : উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : ৩ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস।
বেতন স্কেল : ১৬,০০০-৩৮৬৪০/-
পদের নাম : উপসহকারী প্রকৌশলী (সিভিল)।
পদের সংখ্যা : ৩টি।
আবেদনের যোগ্যতা : ৩ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস।
বেতন স্কেল : ১৬,০০০-৩৮৬৪০/-
সব পদের বয়সসীমা : ১৫ অক্টোবর, ২০১৮ তারিখে সব পদের প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নিয়োগের ক্ষেত্রে ইঈওঈ প্রবিধানমালা এবং সরকারের বিদ্যমান ও পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত সর্বশেষ কোটা অনুসরণ ও সংরক্ষণ করা হবে।
অনলাইনে আবেদন ফরম পূরণ : অনলাইনে দেয়া নিয়মাবলি অনুসরণ করে আবেদন ফরম পূরণ করা যাবে। নিয়মাবলি অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পূরণসংক্রান্ত নিয়মাবলি বিসিআইসির নিজস্ব ওয়েবসাইট িি.িনপরপ.মড়া.নফ -তে পাওয়া যাবে।
অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ : ১৫ অক্টোবর, ২০১৮, রাত ১২টা পর্যন্ত।
জেনে রাখুন : লিখিত পরীক্ষার ফলাফল, মৌখিক পরীক্ষার তারিখ, চূড়ান্ত ফলাফল, নিয়োগপত্রসহ সব তথ্য িি.িনপরপ.মড়া.নফ-তে প্রকাশ করা হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের যেসব কাগজপত্র জমা দিতে হবে ও কাগজপত্র পাঠানোর ঠিকানা : লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর ১০ কর্মদিবসের মধ্যে নিয়োগ ও প্রশিক্ষণ উপবিভাগ, বিসিআইসি, বিসিআইসি ভবন (ষষ্ঠতলা), ৩০-৩১, দিলকুশা, ঢাকা-১০০০ বরাবরে সরাসরি বা ডাকযোগে নিচের সনদগুলো জমা দিতে হবে। জেলা ও মেধা কোটা ছাড়া প্রার্থী যে কোটার আওতায় আবেদন করেছেন তা খামের ওপরে ও আবেদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফরমের অনুরূপ তথ্য ফরম পূরণ করে সাথে (ক) অনলাইনে পূূরণকৃত আবেদনপত্রের অঢ়ঢ়ষরপধহঃ ঈড়ঢ়ু-এর প্রিন্ট কপি, (খ) প্রবেশপত্র, (গ) আবেদনে উল্লিখিত সব সনদ বা কাগজপত্র, (ঘ) সদ্যতোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি, (ঙ) নিজ জেলার পৌর মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, (চ) চারিত্রিক সনদপত্র ও (ছ) অভিজ্ঞতার সনদ (যদি থাকে) জমা দিতে হবে। এ ছাড়া উপজাতি কোটার প্রার্থীদের উপজাতি মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ছবিসহ সব ডকুমেন্ট প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হিসেবে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীকে চাকরির আবেদনপত্রের সাথে যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হিসেবে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীকে প্রেরিত আবেদনপত্রের হার্ডকপির সাথে তাদের পিতার পিতা বা পিতার মাতা বা মাতার পিতা বা মাতার মাতা (প্রযোজ্য ক্ষেত্রে) এর যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত মূল সার্টিফিকেট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
অনলাইনে আবেদনপত্র পাঠানোর ঠিকানা : অনলাইনে নির্ধারিত আবেদন ফরম বিসিআইসির নিজস্ব ওয়েবসাইট িি.িনপরপ.মড়া.নফ-তে গিয়ে তা পূরণ করে পাঠাতে হবে।