০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : হাতে মেহেদি নিলে কি নামাজের কোনো ক্ষতি হয়? অনেকে বলে যে, হাতে মেহেদি নিলে যত দিন মেহেদির রঙ থাকে তত দিন নামাজ হয় না; এটি কি সত্য? আমি না জেনে মেহেদি নিয়ে ফেলেছি এখন কি আমার নামাজের কোনো ক্ষতি হবে?

উত্তর : মেহেদি দুই ধরনের- ১. শুকিয়ে উঠে যায় ও ২. শুকিয়ে উঠে যায় না বরং স্থায়ীভাবে লেগে থাকে। প্রথম প্রকারের মেহেদি নেয়ার পর শুকিয়ে উঠে না যাওয়া পর্যন্ত অজুু হবে না, সুতরাং নামাজও হবে না। আর দ্বিতীয় প্রকারের মেহেদিতে কোনো সমস্যা নেই। তবে মেহেদি নেবে মেয়ে মানুষ, পুরুষ নয়। পুরুষ দাড়িতে মেহেদি নিতে পারে। আল্ল­াহ ভালো জানেন।
ফতোয়া বিভাগ,
আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement