২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রাত্যহিক জীবনে ঈমানের পরিচর্যা

-

ঈমান মানুষের জীবনের এক বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। দৃঢ় ঈমানের অধিকারী হলে মানুষের ব্যক্তিগত, সামাজিক ও আধ্যাত্মিক জীবনে তার প্রতিফলন ঘটে। প্রচলিতভাবে আমরা জানি, মৌখিক স্বীকৃতি এবং আন্তরিক বিশ্বাসের নাম ঈমান। এই ঈমান তথা বিশ্বাসকে অনেকটা কাচের সাথে তুলনা করা যায়। খুবই যতœ এবং সতর্কতার সাথে তা আগলে রাখতে হয়। নিয়মিত পরিচর্যার অভাবে আমাদের ঈমান উজ্জ্বলতা হারিয়ে মলিন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। মুমিনের প্রাত্যহিক জীবনের প্রতিটি কাজের উদ্দেশ্য হওয়া উচিত ঈমানের স্তর উন্নীত করা।
কুরআনের সাথে সুসম্পর্ক বজায় রাখা ঈমান বৃদ্ধির অন্যতম সহায়ক হিসেবে ভূমিকা পালন করে। আমাদের প্রতিদিনের জীবনের সাথে কুরআন এত নিবিড়ভাবে সংযুক্ত যে কুরআনের সাথে দূরত্ব সৃষ্টি হলে আপনাআপনি ঈমানের পাল্লা হালকা হয়ে যাবে। কেননা, পৃথিবীতে এমন কোনো বিষয় নেই, যার আলোচনা কুরআনে নেই। (সূরা আন’আম, আয়াত-৮) কুরআন শুধু দেখে দেখে তিলাওয়াত নয় বরং অর্থ, ব্যাখ্যা, আয়াতের শিক্ষা- এরকম করে বিস্তারিতভাবে চিন্তা-গবেষণা করা উচিত। এটি না করা হলে আল্লাহ তায়ালা আমাদের প্রতি যে নির্দেশনাগুলো দিয়েছেন এবং শরিয়াহর নির্ধারিত বিধি-নিষেধ সব কিছুই আমাদের কাছে অস্পষ্টই থেকে যাবে!
বাস্তবিক অর্থে, ঈমান খুবই স্পর্শকাতর! যা আমাদের ধারণারও বাইরে। ইলমি পরিবেশ, ইলমি আলোচনা আমাদের ঈমানকে তরতাজা রাখার অন্যতম সহায়ক মাধ্যম। শরিয়াহর বিষয়গুলো সম্পর্কে গভীর জ্ঞানার্জনের মাধ্যমে আমাদের প্রাত্যহিক জীবনের সব আচরণ ও কর্মে শুদ্ধতা আনা সম্ভব। আমাদের পারিপার্শ্বিক পরিবেশ ঈমান বৃদ্ধি কিংবা হ্রাস পাওয়ার ক্ষেত্রে বেশ প্রভাব ফেলে। একজন পরিপূর্ণ খাস পর্দার অধিকারী কোনো নারী যদি হঠাৎ করে সহশিক্ষা শুরু করে এবং ধীরে ধীরে অবাধ মেলামেশায় অভ্যস্ত হয়ে যায়, তাহলে শুধু পরিবেশের কারণেই তার পূর্বের ঈমানি জজবা দ্রুত হ্রাস পেতে থাকবে। অথবা ধরুন, আপনি ইউরোপের কোনো এক শহরের বাসিন্দা। সর্বশেষ কোন দিন আজানের ধ্বনি কানে শুনেছেন মনে পড়ছে না, জামাতে নামাজ পড়ার কোনো সুযোগই নেই, ১০০-২০০ কিলোমিটার গাড়ি চালিয়ে দুই ঈদের নামাজে কিংবা মাঝেমধ্যে জুমার নামাজে অংশ নিতে পারেন। এই যে দিনের পর দিন ইসলামী পরিবেশ থেকে দূরে, দ্বীনী আলোচনার সাথে কোনো সম্পৃক্ততা নেই, এর ফলাফল হিসেবে আপনার অজান্তেই আপনার ঈমানের উপর মরীচিকার আস্তরণ ভারী হয়েছে।
নারীদের প্রচেষ্টায় ঘরের পরিবেশ থেকেই ঈমানের চর্চা দৃঢ় করা সম্ভব। আপনার ঘরের দায়িত্বশীল পুরুষ বাজার করে এনেছেন, আপনি জানেন যে উনি সেটি নিজের উপার্জিত টাকা দিয়েই কিনে এনেছেন, কিন্তু এ নিয়েও একটু ‘ফিকির’ করে মানসিকভাবে ঈমানি শক্তি বৃদ্ধি করুন। হাজার হাজার মাইল দূরে ভিন দেশের কোনো এক বাগানের কমলা আপনার ঘরে এসেছে। হয়তো ওই বাগানের বেশ কিছু কমলা পাখি খেয়ে ফেলেছিল, জাহাজে করে আমদানি করার সময় কিছু নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ তায়ালা সব বাধা-বিপত্তি দূর করে সেই হাজার মাইল দূরের বাগানের এক ডজন তাজা কমলা আপনার ঘরে পৌঁছে দিয়েছেন। অথবা সন্তানের আকস্মিক অসুস্থতা নিয়ে ইমার্জেন্সি হসপিটালে ছুটে গেলেন এবং সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও অপ্রত্যাশিতভাবে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সাক্ষাৎ পেতে সক্ষম হলেন, এটিকে ওই ডাক্তারের কৃতিত্ব মনে না করে পুরো বিষয়টি এভাবে চিন্তা করতে পারেন, আল্লাহ তায়ালা আপনার সন্তানকে সুস্থতার নিয়ামত দান করবেন বলেই ছুটির দিন হওয়া সত্ত্বেও ওই ডাক্টারকে ব্যক্তিগত-পারিবারিক সব প্রয়োজন থেকে মুক্ত রেখেছেন। একজন মা-ই পারেন শৈশব থেকে সন্তানের মনে ঈমানি চেতনার বীজ রোপণে পরিপূর্ণ সহায়ক ভূমিকা পালন করতে।
সর্বোপরি, দুনিয়ার জীবনের শান্তি এবং পরকালীন চূড়ান্ত মুক্তির স্বাদ পাওয়ার জন্য আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে প্রতিনিয়ত ঈমানের পরিচর্যা করা।
লেখক : শিক্ষার্থী


আরো সংবাদ



premium cement
বড় জয়ে স্বস্তি নিয়ে বছর শেষ করল রিয়াল মাদ্রিদ কুমিল্লায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩ পেশাদার ও দক্ষ বাংলাদেশী নিয়োগের আগ্রহী লিবিয়া কুড়িগ্রামে সূর্য উঁকি দিলেও মিলছে না উষ্ণতা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত বাশারকে আশ্রয় দিলেও সব সম্পদ জব্দ করেছে রাশিয়া মণিপুরে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র! রিজওয়ানের নেতৃত্বে ইতিহাস পাকিস্তানের, ঘরের মাঠে ‘প্রথমবার’ চুনকাম দ. আফ্রিকা আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ ৪ বিলিয়ন ডলার আত্মসাত : টিউলিপকে জিজ্ঞাসাবাদ নিজের বিমানে ‘ঘুমিয়ে’ পড়েছিলেন বাইডেন!

সকল