০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

সাম্প্রদায়িক বৈষম্যের বিরুদ্ধে মহানবী সা:

-

মুহাম্মদ সা: সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ বিনির্মাণে সর্বব্যাপী ব্যবস্থা গ্রহণ করেছিলেন। সমাজে যেন সাম্প্রদায়িকতার উপর ভিত্তি করে কোনো বৈষম্যের স্থান না হয়, নিজ সম্প্রদায়কে শ্রেষ্ঠ ও শক্তিশালী জ্ঞাত করে অন্য সম্প্রদায়ের উপর অন্যায়, জুলুম সংঘটিত না হয় তার বিরুদ্ধে সতর্ক করে তিনি ঘোষণা করেন, ‘যে সাম্প্রদায়িকতার দিকে আহ্বান করে সে আমাদের দলভুক্ত নয়, যে সাম্প্রদায়িকতার জন্য লড়াই করে, সেও আমাদের দলভুক্ত নয়।’ (আবু দাউদ, হাদিস-৫১২১)
মুহাম্মদ সা: বিদায় হজের ভাষণে স্পষ্টভাবে বলেছিলেন, আল্লাহ তায়ালা বলেছেন-‘হে মানব জাতি! আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো, নিশ্চয় আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার।’ (সূরা হুজুরাত, আয়াত-১৩)
রাসূল সা: সাম্প্রদায়িক মানসিকতা লালনকারীকে আগুনের কূপে পতিত উটের সাথে উপমা দিয়েছেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি নিজ সম্প্রদায়কে অন্যায়ের ওপর সহযোগিতা করে সে ওই উটের ন্যায়, যে আগুনের গর্তে পড়ে লেজ নাড়ায়।’ (আবু দাউদ, হাদিস-৫১১৭)
মানব মর্যাদার ক্ষেত্রে সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষকেও এক কাতারে স্থান দিয়েছেন মহানবী সা:। তিনি মানুষ হিসেবে মুসলমান, ইহুদি, খ্রিষ্টান কারো মধ্যে কোনো বৈষম্যের অবকাশ রাখেননি। যেমন-হাদিসে বর্ণিত হয়েছে যে, হজরত জাবির ইবনে আব্দুল্লাহ রা: বলেন, ‘আমাদের পার্শ্ব দিয়ে একটি জানাজা যাচ্ছিল। নবী করিম সা: তা দেখে দাঁড়িয়ে গেলেন। আমরাও দাঁড়িয়ে গেলাম এবং নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল! এ তো ইহুদির জানাজা। তিনি বললেন, তোমরা যেকোনো জানাজা দেখলে দাঁড়িয়ে যাবে।’ (সহিহ বুখারি)

লেখক : শিক্ষার্থী, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল