০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

দানের ফজিলত

-

(গত দিনের পর)
দানের রয়েছে অনেক ফজিলত। যেমন-
জীবনের সফলতা : জাকাতে রয়েছে সফলতা। যেমন- আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘অবশ্যই ওইসব মুমিন সফলকাম হয়েছে, যারা নিজেদের নামাজে বিনম্র এবং যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে আর যারা জাকাত দানে সক্রিয়’ (সূরা মুমিনুন : ১-৪)।
বর্ধিষ্ণু ব্যবসায় : আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই এমন ব্যবসায়ের আশা করতে পারে যার ক্ষয় নেই’ (সূরা ফাতির-২৯)।
অধিক সওয়াব : আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘যারা নিজেদের ধন-সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের উপমা একটি শস্যবীজ, যা সাতটি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে থাকে ১০০ শস্যকণা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ’ (সূরা বাকারা-২৬১)।
চিরস্থায়ী প্রশান্তি : আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে এবং সৎকর্ম করে, সালাত কায়েম করে এবং জাকাত দেয়, তাদের পুরস্কার রয়েছে তাদের প্রতিপালকের নিকট এবং তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না’ (সূরা আল বাকারা-২৭৭)।
ক্ষমা লাভ : শয়তান তোমাদেরকে (দানের ফলে) দারিদ্র্যতার ভয় দেখায় এবং অশ্লীল কাজের নির্দেশ দেয়। আর আল্লাহ তোমাদেরকে (দানের বিনিময়ে) তাঁর ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন’ (সূরা বাকারা-২৬৮)।
রূহের পরিশুদ্ধি : দানের ফলে আত্মা পরিশুদ্ধ হয়। আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো, তার দ্বারা তুমি তাদেরকে পবিত্র করো এবং তাদেরকে পরিশোধিত করো’ (সূরা তাওবা-১০৩)।
আল্লাহর নৈকট্য লাভ : দানের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়। আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘আর মক্কাবাসীদের কেউ কেউ আল্লাহ ও পরকালে ঈমান রাখে এবং যা ব্যয় করে তাকে আল্লাহর সান্নিধ্য ও রাসূলের দোয়া লাভের উপায় মনে করে। বাস্তবিকই তা তাদের জন্য আল্লাহর সান্নিধ্য লাভের উপায় আল্লাহ তাদেরকে অবশ্যই নিজ রহমতে দাখিল করবেন। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু’ (সূরা তাওবা-৯৯)।
দান না করার পরিণতি : আল্লাহ তায়ালা বলেন- ‘আর যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন। যেদিন জাহান্নামের অগ্নিতে তা উত্তপ্ত করে দেয়া হবে, সে দিন বলা হবে- এই তা, যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করতে’ (সূরা তাওবা : ৩৪-৩৫)। আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘আল্লাহ সুদ নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন’ (সূরা বাকারা-২৭৬)। হজরত সালেম রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেন, ‘শুধু দুইজন লোকের উপর ঈর্ষা করা যায়। একজন ওই ব্যক্তি যাকে আল্লাহ তায়ালা কুরআনের মান জ্ঞান করেছেন আর সে রাত-দিন তা চর্চা করে। অপরজন হলেন- যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আর সে রাত-দিন তা মানব কল্যাণে খরচ করে’ (বুখারি)। রাসূল সা: বলেছেন, ‘সাদাকা বিপদাপদ দূর করে দেয়।’ হজরত আলী রা:-এর কাছে একজন মা তার সন্তানের জন্য দোয়া করতে বললে হজরত আলী রা: তাকে কিছু দান করে দিতে বলেন।
দানের পদ্ধতি : দান করতে হলে ইসলামের নির্দেশিত পদ্ধতি অনুসরণ করা আবশ্যক। আর তা হলো -
ক. আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা : আল্লাহ তায়ালা বলেন- ‘আর তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই ব্যয় করে থাকো’ (সূরা বাকারা-২৭২)। আল্লাহ তায়ালা আরো বলেন- ‘আর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ও নিজেদের রূহ বলিষ্ঠ করণার্থে ধন-সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হলো উচ্চ ভূমিতে অবস্থিত একটি উদ্যানের মতো, যাতে মুষলধারে বৃষ্টি হয়, ফলে তার ফলমূল দ্বিগুণ জন্মায়। যদি মুষলধারে বৃষ্টি নাও হয়, তবে লঘু বৃষ্টি যথেষ্ট। তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা’ (সূরা আল বাকারা-২৬৫)।
খ. রিয়া বা প্রদর্শনেচ্ছা পরিহার : রিয়া বা প্রদর্শনেচ্ছা দানকে বিনষ্ট করে দেয়। আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘হে মুমিনগণ, দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির মতো নিষ্ফল করো না, যে নিজের ধন লোভ দেখানোর জন্য ব্যয় করে থাকে এবং আল্লাহ ও পরকালে বিশ^াস করে না’ (সূরা আল বাকারা-২৬৪)।
গ. গর্ব-অহঙ্কার বর্জন : দান করে গর্ব করা যাবে না। আল্লাহ তায়ালা বলেন- ‘আর যারা তাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করবে এই বিশ^াসে, তাদের যা দান করার তা দান করে, ভীত-প্রকম্পিত হৃদয়ে’ (সূরা মুমিনুন-৬০)।
ঘ. ইসারের মানসিকতা নিয়ে দান : আল্লাহ তায়ালা বলেন- ‘আর তারা আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও অভাবগ্রস্ত, এতিম ও বন্দীদেরকে আহার্য দান করে এবং বলে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি। আমরা তোমাদের কাছ থেকে প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও নয়’ (সূরা দাহর : ৮-৯)।
ঙ. বিনম্র ব্যবহার : দাতার ব্যবহার হতে হবে কোমল ও বিনম্র। আল্লাহ তায়ালা বলেন- ‘আর যদি তাদের থেকে মুখ ফিরাতে হয়, যখন তুমি তোমার প্রতিপালকের কাছ থেকে অনুগ্রহ লাভের প্রত্যাশায় থাকো, তখন তাদের সাথে নম্রভাবে কথা বলো’ (সূরা বনি ইসরাইল-২৮)। আরো ইরশাদ করেন- ‘আর প্রার্থীকে ভর্ৎসনা করো না’ (সূরা দোহা-১০)।
চ. হৃদয়ের প্রশস্ততা : আল্লাহ তায়ালা বলেন- ‘মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সাদাকা দেয় এবং যারা নিজ শ্রম ব্যতিরেকে কিছুই পায় না। তাদের যারা দোষারোপ ও বিদ্রƒপ করে আল্লাহ তাদের বিদ্রƒপ করেন। আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি’ (সূরা তাওবা-৭৯)।
ছ. হালাল অর্থ দান : আল্লাহ তায়ালা বলেন- ‘হে ঈমানদারগণ! তোমরা উৎকৃষ্ট যা উপার্জন করো তা থেকে আল্লাহর রাহে ব্যয় করো’ (সূরা বাকারা-২৬৭)।
জ. সর্বোত্তম বস্তু দান : আল্লাহ তায়ালা বলেন- ‘আর তোমরা আল্লাহর রাহে তোমাদের উপার্জনের নিকৃষ্ট বস্তু ব্যয় করো না’ (সূরা বাকারা-২৬৭)। আরো ইরশাদ করেন- ‘তোমরা যা ভালোবাসো তা থেকে আল্লাহর রাহে ব্যয় না করা পর্যন্ত কখনো পুণ্য লাভ করতে পারবে না’ (সূরা আল-ইমরান ৯২)।
লেখক : প্রধান ফকিহ, আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, ফেনী


আরো সংবাদ



premium cement
২০২৪ সালে টাকার মূল্য কমেছে ১২.৭২ শতাংশ কুমিল্লায় বিবির বাজার সীমান্ত থেকে লাশ উদ্ধার পানিতে ডুবে মুসলিম বালকের মৃত্যুর ভিডিও ইসলাম ধর্মে ধর্মান্তরিত না হওয়ায় হত্যা দাবিতে প্রচার ২৫ বছরের জন্য এম এ আজিজ স্টেডিয়াম বাফুফের অবশেষে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পাথরঘাটায় যুবদল নেতাকে হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে অভিযুক্ত করায় নিন্দা চট্টগ্রামে ডিসি পার্কে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব শিক্ষকতাকে প্রথম শ্রেণীর পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : সমন্বয়ক হাসনাত আ’লীগ নেতা বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ গাজীপুরে কেয়া গ্রুপের চার কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহির স্ত্রী নুরজাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সকল