গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬, আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।
মহাসড়কের দু’দিকেই যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে খাঁপাড়া সিজন ড্রেস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা এই অবরোধ কর্মসূচি শুরু করে।
শ্রমিকরা কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এরশাদনগর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
শ্রমিকরা জানায়, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে তাদের এই অবরোধ কর্মসূচি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সোয়া ১০টা) অবরোধ চলছিল।
শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনা হচ্ছে। শ্রমিকদের সাথে কথা বলে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা