১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

পাকুন্দিয়ায় সাবেক এমপিসহ ৩১৫ জনের নামে ২ মামলা

পাকুন্দিয়ায় সাবেক এমপিসহ ৩১৫ জনের নামে ২ মামলা - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো: সোহরাব উদ্দিনসহ ৩১৫ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান টিটু (পিপিএম-সেবা) মামলা হওয়ার তথ্যটি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার রাতে পাকুন্দিয়া থানায় পৃথক দুটি মামলায় তাদেরকে আসামি করা হয়েছে। দুটি মামলায় সাবেক এমপি সোহরাব উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে।

ওসি জানান, ‘বেআইনি জনতাবদ্ধে অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া দাঙ্গা সৃষ্টি করিয়া হুকুম মতে হত্যার উদ্দেশ্যে আঘাত করিয়া সাধারণ ও গুরুতর জখম ও বিস্ফোরক দ্রব্য ককটেল বিস্ফোরণ ঘটানোর অপরাধে পাকুন্দিয়া থানায় একই দিনে পৃথক দুটি মামলা হয়েছে।’

একটি মামলায় পাকুন্দিয়া বড়বাড়ীর মোস্তফা মিয়া বাদি হয়ে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি মো: সোহরাব উদ্দিনকে প্রধান আসামি করে ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০-৬০ জনকে আসামি করেছেন।

এদিকে সাবেক এমপি সোহরাব উদ্দিনকে ১ নম্বর আসামি করে একই দিনে পৃথক অপর একটি মামলা হয়েছে। উপজেলার দরদরা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম মামলাটি করেন। এতে ৯৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো্ ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে।

ওসি আসাদুজ্জামান টিটু আরো বলেন, পৃথক দুটি মামলার একটিতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দকে আসামি করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
আইসিসির প্রধান প্রসিকিউটরের সাথে সিরিয়ার নতুন নেতার সাক্ষাৎ সংবাদ সম্মেলনে সাংবাদিককে হেনস্তার অভিযোগ ব্লিঙ্কেনের বিরুদ্ধে টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল মুন্সীগঞ্জে চুরির মালপত্র না মাপায় ৪ জনকে কুপিয়ে আহত করল দুর্বৃত্তরা অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ , মেঘমল্লার বসুকে গ্রেফতার দাবি পানছড়ি-খাগড়াছড়ি সড়কে উপজাতি সন্ত্রাসীদের হামলায় আহত ৩ চৌগাছায় যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনা মুদ্রাস্ফীতি বাড়াতে পারে

সকল