১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

পাকুন্দিয়ায় সাবেক এমপিসহ ৩১৫ জনের নামে ২ মামলা

পাকুন্দিয়ায় সাবেক এমপিসহ ৩১৫ জনের নামে ২ মামলা - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো: সোহরাব উদ্দিনসহ ৩১৫ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান টিটু (পিপিএম-সেবা) মামলা হওয়ার তথ্যটি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার রাতে পাকুন্দিয়া থানায় পৃথক দুটি মামলায় তাদেরকে আসামি করা হয়েছে। দুটি মামলায় সাবেক এমপি সোহরাব উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে।

ওসি জানান, ‘বেআইনি জনতাবদ্ধে অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া দাঙ্গা সৃষ্টি করিয়া হুকুম মতে হত্যার উদ্দেশ্যে আঘাত করিয়া সাধারণ ও গুরুতর জখম ও বিস্ফোরক দ্রব্য ককটেল বিস্ফোরণ ঘটানোর অপরাধে পাকুন্দিয়া থানায় একই দিনে পৃথক দুটি মামলা হয়েছে।’

একটি মামলায় পাকুন্দিয়া বড়বাড়ীর মোস্তফা মিয়া বাদি হয়ে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি মো: সোহরাব উদ্দিনকে প্রধান আসামি করে ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০-৬০ জনকে আসামি করেছেন।

এদিকে সাবেক এমপি সোহরাব উদ্দিনকে ১ নম্বর আসামি করে একই দিনে পৃথক অপর একটি মামলা হয়েছে। উপজেলার দরদরা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম মামলাটি করেন। এতে ৯৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো্ ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে।

ওসি আসাদুজ্জামান টিটু আরো বলেন, পৃথক দুটি মামলার একটিতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দকে আসামি করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ফটিকছড়িতে বন্যার্তদের পুনর্বাসনে সহায়তা দিলো সেনাবাহিনী কর্ণফুলীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা বিসিএসআইআর চেয়ারম্যান হলেন সামিনা আহমেদ সোনারগাঁওয়ে নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় ভারতের সাথে সমন্বয়ের দাবিতে জেলেদের পিটিয়ে হত্যার ঘটনায় তিন ছাত্রকে পুলিশে সোপর্দ ঢাবি কর্তৃপক্ষের ঢাবিতে পিটিয়ে মারা তোফাজ্জলের পাথরঘাটার বাড়িতে শোকের মাতম আরো ৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি মশা নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে পদক্ষেপ নেয়া হচ্ছে : ডিএনসিসির সিইও পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি

সকল