১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতায় ৪৫ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতায় ৪৫ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ - ছবি : নয়া দিগন্ত

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অস্থিরতা ও অস্থিতিশীল পরিস্থিতির মুখে অন্তত ৪৫টি পোশাক শিল্প কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। উদ্ভুত পরিস্থিতিতে অন্তত আরো অর্ধশত পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শিল্প পুলিশ-১-এর পরিচালক সারোয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেন।

শিল্পাঞ্চলের অন্য কারখানায় যথারীতি উৎপাদন অব্যাহত রয়েছে। সব ধরণের পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারির পাশাপাশি অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাখে।

এদিকে ভোর থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী, নবীটেক্সটাইল, জিরানী বাজারসহ বিভিন্ন স্থানে বেক্সিমকোর শ্রমিকরা লাঠি-সোটা হাতে নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এছাড়া বিভিন্ন কারখানার সামনে গিয়ে ভাঙচুরের চেষ্টা চালায়। ফলে জিরানী বাজার এলাকার অধিকাংশ পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকদের বিক্ষোভের কারণে আতঙ্কে জিরানী বাজার ও আশপাশের দোকানপাট বন্ধ করে দেয়া হয়। যার ফলে অনেক কারখানার সামনে ‘কারখানা বন্ধ’ সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়।

জানা যায়, শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকদের দাবির মুখে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে। কারখানাগুলোতে বেড়েছে শ্রমিক অস্থিরতা। এরই ধারাবাহিকতায় শিল্প সুরক্ষায় আশুলিয়ার অন্তত ৪৫টি তৈরি পোশাক কারখানা শ্রম আইন ২০০৬ সালের ১৩ (ক) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হলে শ্রমিকরা বন্ধ সময়কালীন কোনো বেতন পাবেন না।

সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত বাইপাল-আবদুল্লাহ্পুর সড়কের বাইপাইল থেকে জিরাবো, নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বিশমাইল জিরাবো সড়কসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনন্ত, মেডলার, শারমিন গ্রুপ, ডেকো, এস টুয়েন টি ওয়ান, মন্ডল নিটওয়্যার লিমিটেড, ম্যাংঙ্গো টেক্স, এআর জিন্স, এনভয়, স্টাইলিং গ্রুপ, ভিনটেক্স, ইয়াগি বাংলাদেশ, ক্রস ওয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অরোনিমা, ডেবনিয়ার, দি রোজ, জেনারেশন নেক্সট, সিনসিন, ডিসান সোয়েটার, হা-মিম গ্রুপের দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার লিমিডেট, সিগমা ফ্যাশন, অ্যাপারেলস গ্যালারি লিমিটেড, রিফাত গার্মেন্টস, এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডাইং, এবং নেক্সট কালাকশনসহ শ্রম আইন ২০২৬ সালের ১৩ (ক) ধারা অনুযায়ী অন্তত ৪৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে সকাল ১০ পর্যন্ত এর সংখ্যা ছিল ২২টি।

এছাড়া অস্থিতিশীল পরিস্থিতির মুখে আরো অর্ধশত পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সকাল ১০টা পর্যন্ত নিউএইজ, আল মুসলিম, নাসা সুপার কমপ্লান্স, নাসা এ জে সুপার, নাসা বেসিক কমপ্লেক্স ও জণরণ সোয়েটারের উৎপাদন চলছে বলে জানা গেছে।

এছাড়া হা-মিম গ্রুপের একটি কারখানা বন্ধের নোটিশে লেখা রয়েছে, দ্যাটস ইট স্পোর্টস ওয়ার লিমিডেট, অ্যাপারেল্স গ্যালারি লিমিডেট, রিফাত গার্মেন্টস লিমিডেট, এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিডেট, আটিস্টিক ডিজাইন লিমিডেট, নেক্সট কালেকশন লিমিডেটের সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক বৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আশুলিয়া শিল্প অঞ্চলে বর্তমান সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১৩ (১) অনুযায়ী কর্তৃপক্ষ আগামী ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হইতে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল।
পরবর্তীতে আঞ্চলিক পরিবেশ নিরাপদ হলে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মপরিবেশ ও নিরপত্তা নিশ্চিত করে নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ জানিয়ে দেয়া হবে। কারখানায় নিরাপত্তা বিভাগ অত্র নোটিশের আওতামুক্ত থাকবে।

এদিকে ভোর থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী, নবীটেক্সটাইল, জিরানী বাজার এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এছাড়া বেশ কিশু শ্রমিককে জিরানী-আমতলা আঞ্চলিক সড়কের উভয় পাশের কারখানাগুলোতে ভাঙচুরের চেষ্টা করলে কারখানাগুলো ছুটি দিয়ে দেয় এবং কারখানার মূল ফটকে কারখানা বন্ধ সাইনবোর্ড টাঙিয়ে দেয়। এ সময় আতঙ্কে এসব এলাকার দোকান পাট বন্ধ হয়ে যায়।

শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে মালিকপক্ষ আলোচনা করলেও কোনো ধরণের সিদ্ধান্তে যেতে পারেনি। ফলে আজ সকাল পর্যন্ত ২২টি কারখানা ১৩ (ক) ধারায় অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দুপুরের পরে অন্য কারখানায় শ্রমিক ও মালিকপক্ষ আলোচনায় বসলে কোনো সিদ্ধান্তে পৌছাতে না পাড়ায় দুপুরে এর সংখ্যা দাঁড়ায় ৪৫টিতে। তবে সব ধরণের পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত অবস্থানে রয়েছে সেনাবাহীনি, র‍্যাব, বিজিবি, জেলা পুলিশ ও শিল্প পুলিশ।

শিল্পপুলিশ-১ এর পরিচালক সারোয়ার আলম বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ৪৪৫টি পোশাক কারখানা ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আরো ৪৪টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আমরা আইন-শৃঙ্খলার বিষয়টি দেখছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী কাজ করছে।


আরো সংবাদ



premium cement
সীমান্ত ইস্যু এক দিনে সমাধান সম্ভব নয় : পররাষ্ট্র উপদেষ্টা স্বচ্ছ কাঁচের ঘরে রিমান্ডের সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের রেস্তোরাঁ খাতে ভ্যাট পুনর্নির্ধারণের সিদ্ধান্ত এনবিআরের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ : সংস্কার কমিশন গাজীপুরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শরীয়তপুরে ছাত্র আন্দোলনে নিহত জালালের লাশ উত্তোলন সাবেক এমপিদেরসহ শতাধিক গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টম পুলিশ ক্যাডারে নিয়োগে শারীরিক যোগ্যতা অন্তর্ভুক্ত করার সুপারিশ বাড়ল স্বর্ণের দাম ঢাকার ১৯ খাল উদ্ধারের পরিকল্পনা চূড়ান্ত পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ কমিশনের

সকল