১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

সকল ইসলামপন্থী দল ঐক্য হয়ে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে : মামুনুল হক

সকল ইসলামপন্থী দল ঐক্য হয়ে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে : মামুনুল হক - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, সকল ইসলাম পন্থী দল ঐক্য হয় ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। কেউ যাতে ঐক্য বিনষ্ট করতে না পারে, সেদিকে ছাত্র এবং উলামায়ে কেরামকে সচেতন থাকতে হবে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে মুন্সীগঞ্জ সুপার মার্কেট চত্বরে আয়াজিত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সকল শহীদ-আহতদের স্মরণ দোয়া ও নৈরাজ্যবিরোধী পথসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। আমরা আর বিভাজন চাই না, আমরা সকলে মিলে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। সেখানে সকল ধর্মের লোকেরা সমান অধিকার ভোগ করবে।

তিনি আরো বলেন, হিন্দুরা যত ইচ্ছা তারা মূর্তি তৈরি করতে পারবে কিন্তু মুসলমানের কোনো স্থাপনার সামনে মূর্তি থাকতে পারবে না। খেলাফত মজলিস, হেফাজতে ইসলামসহ সকল ইসলামী দলকে হিন্দুদের পূজাকে সামনে রেখে নৈরাজ্যবাদীরা যাতে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের মুন্সিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মুফতি অলিউল্লাহ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কার্যনির্বাহী পরিষদের সদস্য মুফতি নুর হোসাইন নুরানি, খেলায়েত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালাউদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বিএনপি মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি মো: কামারুজ্জামানের রতন। খেলাফত মজলিস ও হেফাজত ইসলামের অন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement
ইসরাইলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার যুদ্ধবিরতির অনুমোদন নবাবগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার, গ্রেফতার ২ হাসিনার অপরাধের সমর্থনদাতাদের ক্ষমা চাওয়ার আহবান আমীর খসরুর ছাদের টাইলস ধসে আহত অর্জুন কাপুর অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে এমপি পদও ছাড়তে হবে : ফাহমিদা খাতুন সংস্কারের নামে বিরাজনীতিকরণের দূরভিসন্ধি দেখতে চাই না : আসাদুজ্জামান রিপন রোববার সকাল সাড়ে ৮টা থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর : কাতার দ্বিস্তর টেস্টের পক্ষে-বিপক্ষে যা বলছে ক্রিকেট বিশ্ব বান্দরবানে ডাম্প ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত চোরদের মাধ্যমে আর নির্বাচন করিয়েন না মাদারগঞ্জে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ

সকল