‘আড়িয়াল বিল জাতীয় সম্পদ, এর জীববৈচিত্র রক্ষা করতে হবে’
- মুন্সীগঞ্জ প্রতিনিধি ও শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৬
মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়াল বিল পরিদর্শনে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সরকারের শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আড়িয়াল বিল শুধু মুন্সীগঞ্জের নয়, এটা জাতীয় সম্পদ। এর জীববৈচিত্র রক্ষা করতে হবে।
সোমবার (৯ সেপ্টেম্বর) শ্রীনগর যান তারা।
এদিন দুপুরে আড়িয়াল বিল পরিদর্শনের আগে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রিফিংয়ে আড়িয়াল বিলে যেন আর একটাও বালুর ড্রেজার না আসে এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারকে নির্দেশনা দেন তারা।
ব্রিফিংয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘মাঠ পর্যায়ে কাজ করতে এলেই ড্রেজারগুলো উধাও হয়ে যায়। আবার ফিরে আসে। এখানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বলতে কিছু শব্দ আছে। প্রশাসনের কাজটা কী? ড্রেজার দিয়ে আড়িয়াল বিলে কারা মাটি ভরাট করছে এ বিষয়টি পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন জানে না- এটা হতে পারে না।’
তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপনকে বলেন, ‘ড্রেজার যেন আড়িয়াল বিলে আর না- আসে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং নিয়মিত তদারকি করবেন।’ এছাড়া ২০ দিন পর পর রিপোর্ট জমা দেয়ারও নির্দেশ দেন তিনি।
দুপুর দেড়টার দিকে নৌকায় আড়িয়াল বিলে পরিদর্শন করেন তারা। এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আড়িয়াল বিলের সীমানা চিহ্নিত করণের কাজ শুরু হয়েছে। বিস্তারিত কাজের তালিকাও প্রস্তুত করা হচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি, দ্রুত সময়ে কিছু কাজ করতে। পদ্মা ও ধলেম্বরী নদীর সাথে বিলের সংযুক্ত খালের মুখ খুলে দেয়া হবে। পলি পরে ভড়াট হয়ে থাকলে তা অপসারণের ব্যবস্থা করা হবে।’
তিনি বলেন, ‘আড়িয়াল বিলের পুকুরগুলো ব্যক্তি বা সরকারি যাই হোক না কেন তা ভড়াট করা যাবে না। তাছাড়া আরিয়াল বিলে কোনো হাউজিং প্রকল্প হতে পারে না। পর্যটনের জন্য আড়িয়াল বিলকে তুলে ধরা হবে। তা হবে নিয়ন্ত্রিত ইকো ট্যুরিজম। আড়িয়াল বিলের মৎস্যসম্পদ রক্ষা করার জন্য এখানে অতিরিক্ত সার ও কীটনাশকের ব্যবহার কমাতে হবে।’
সরকারের শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনটা যেন স্বাভাবিকভাবেই থাকে। ভূমিদস্যুদের আক্রমণ ও অবৈধভাবে বালু ফেলে ভড়াট বন্ধ করতে হবে। আমরা এটা এখান থেকেই শুরু করে দিয়ে যেতে চাই। আমরা মাটি কাটা, বালু ভড়াট বন্ধে নির্দেশনা দিয়েছি। কিন্তু মূল জায়গাটা হচ্ছে ভূমিদস্যুদের। ভূমিদস্যুদের বিরুদ্ধে সরকার কোনো সময় একা কিছু করতে পারে না, জনগণকে সাথে নিয়ে করতে হয়। আমাদের আগ্রহটা হচ্ছে আড়িয়াল বিলের জীববৈচিত্র রক্ষা করতে জনগণকে সাথে নিয়ে প্রশাসনিক ব্যবস্থা নেয়া। ফ্যাসিবাদী সরকার আড়িয়াল বিলের জীববৈচিত্র নষ্ট করে এখানে বিমানবন্দর করতে চেয়েছিল। এখানকার জনগণ তা প্রতিরোধ করেছে। আমরা সেই শক্তিকেই এখানকার জীববৈচিত্র রক্ষার শক্তিতে রূপান্তর করতে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, হাওর ও জেলা ভূমি অধিদফতরের মহাপরিচালক আক্তারুজ্জামান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আবু জাফর রিপন, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।