সিরাজদিখানে ড্রাম ট্রাকের ধাক্কায় নারী নিহত
- সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৮
মুন্সীগঞ্জে সিরাজদিখানে ড্রাম ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত-অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো এক নারী যাত্রী।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নিমতলা-সিরাজদীখান সড়কের সুখের ঠিকানা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিল্পী আক্তার (৪০) ঢাকার দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের বিল্লাল শেখের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পেছন দিক থেকে ড্রাম ট্রাক ধাক্কা দেয়ায় সিরাজদিখান থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা ধুমরে মুচরে যায়। এ সময় ঘটনাস্থলেই শিল্পী আক্তার নিহত হয়। এছাড়া গুরুতর অহত হয়েছেন লাইজু আক্তার (৪১) নামে অপর এক নারী। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আহত লাইজু আক্তার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ এলাকার উজ্জল সর্দারের স্ত্রী।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ইকবাল হোসেন জানান, এক নারী ঘটনাস্থলে মারা গেছেন এবং অপর এক নারীর অবস্থাও ভালো না। তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে, আর ঘাতক ড্রাম ট্রাকটি আটক আছে।