১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ফরিদপুরে টিআই তুহিনলস্কর ও তার স্ত্রীর ৪ কোটি টাকার সম্পদ জব্দ

ফরিদপুরে টিআই তুহিনলস্কর ও তার স্ত্রীর ৪ কোটি টাকার সম্পদ জব্দ - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুর পুলিশ লাইন্সের ট্রাফিক ইন্সপেক্টর মো: তুহিন লস্করের ব্যাংক হিসাব এবং স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামে অর্জিত প্রায় চার কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোক করেছে দুদক।

সোমবার (৯ সেপ্টেম্বর) ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আকবর আলী খানের আদালতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করা হয়।

খবরের সত্যতা নিশ্চিত করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো: ইমরান আকন জানান, তুহিন লস্করের স্ত্রীর আয়ের কোনো উৎস না থাকলেও ভুয়া ব্যাবসা দেখিয়ে তারা এ সম্পদ অর্জন করেছেন। তদন্তে এর সত্যতা জানতে পেরে গত ৭ আগস্ট তুহিন লস্কর ও স্ত্রী কুমকুমের প্রায় চার কোটি টাকার জ্ঞ্যাত আয় বহির্ভূত সম্পদ ক্রোক করার আবেদন করা হয় আদালতে। এরপর ৪ সেপ্টেম্বর আদালত এ আদেশ দেন।

তিনি বলেন, খুলনার হাউজিং এস্টেটে একটি পাঁচ তলা বাড়ি, ফরিদপুরে বিলাসবহুল দুটি ফ্লাট এবং গোপালগঞ্জ শহরে বেশ কিছু জমি রয়েছে তার নামে।

স্থাবর সম্পদ ক্রোকের বিবরণে দেখা যায়, খুলনার খালিশপুরে গোয়ালপাড়া মৌজায় ১৯ দশমিক ৮৩৫ কাঠা জমি যার মূল্য চার লাখ ২০ হাজার টাকা, ১৪ নম্বর গোয়ালপাড়া মৌজায় ১ দশমিক ৮০৫ কাঠা জমি ও ২ ইউনিটের ৫ তলা বাড়ি যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা, ফরিদপুরের হাবেলী গোপালপুর মৌজায় দশমিক ৩৫ শতাংশ জমি যার মূল্য দেড় লাখ টাকা, একই মৌজায় ১২ শ’ বর্গফুট ফ্লাট যার মূল্য ৪০ লাখ টাকা, কমলাপুর মৌজায় ১২ শ’ বর্গফুট ফ্লাট যার মূল্য ৩০ লাখ টাকা, গোপালগঞ্জ সদরের খাটারা মৌজায় ৫ দশমিক ২০ শতাংশ জমির মূল্য ৪০ লাখ টাকা, একই মৌজায় ৭ দশমিক ২০ শতাংশ জমির যার মূল্য নয় লাখ টাকা, গোপালগঞ্জ সদরের ঘোড়ারা মৌজায় পাঁচ দশমিক ২০ শতাংশ জমির মূল্য ছয় লাখ টাকাসহ মোট প্রায় পৌনে তিন কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ।

এছাড়া ব্যাংক হিসাব ক্রোক তালিকায় রয়েছে ফরিদপুর ব্র্যাক ব্যাংকে তুহিন লস্করের ব্যাংক হিসাবে নগদ ২৬ লাখ ৪৮ হাজার টাকা এবং তার স্ত্রী একই ব্যাংকে দুটি আলাদা অ্যাকাউন্টে প্রায় ৮০ লাখ টাকা যা ক্রোক করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ট্রাফিক ইন্সপেক্টর মো: তুহিন লস্কর বলেন, আমি এ বিষয়ে আমি কিছু জানি না। এখন কোনো চিঠি পাইনি।


আরো সংবাদ



premium cement
গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল বারিতে শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবি ছাত্রীরা সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ টিউলিপের পদ্যতাগ : এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী নবাবগঞ্জে অপহরণের তিন ঘণ্টা পর স্কুলছাত্র উদ্ধার, গ্রেফতার ৫ বাংলাদেশে আরো বিনিয়োগ করতে জাপানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সকল