১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

শ্রীপুরে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

- ছবি : নয়া দিগন্ত

জামালপুর থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনসহ সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযুদ্ধা ও এলাকার সাধারণ জনগণ।

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার শ্রীপুর স্টেশনে প্রায় দুই ঘণ্টা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকে রাখে আন্দোলনকারীরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ট্রেনে থাকা শিশু-বৃদ্ধ, বিদেশ যাত্রীসহ হাজার হাজার যাত্রী।

এ সময় আন্দোলনে অংশগ্রহণকারীরা জানান, ব্রহ্মপুত্রসহ সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির জন্য অনেক দিন যাবত আন্দোলন করে আসছি। গত দুই বছর আগে আমাদের দাবি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছি। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে আমাদের কাগজপত্র চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষের কাছে রয়েছে। এখন শুধু অনুমোদনের অপেক্ষায়। আমরা এর আগেও বহু আন্দোলন করেছি অনেক সংসদ সদস্য, মন্ত্রী আশ্বাস দিয়েছেন এখন পর্যন্ত ট্রেন থামেনি। শ্রীপুর একটি শিল্প এলাকা।

আন্দোলনে অংশগ্রহণকারীরা আরো জানান, এখানে প্রায় ২০ লাখ লোকের বসবাস। আমাদের শহরে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। সকল আন্তঃনগর ট্রেনগুলো থামলে সহজে মালামাল পরিবহনসহ আমাদের যাতায়ত সহজ হবে। ট্রেনগুলোর যাত্রাবিরতির দাবি জানিয়ে বেলা ১১টার দিকে ব্রহ্মপুত্র ট্রেনটি অবরোধ করে রাখা হয়। পরে শ্রীপুর রেলওয়ে মাস্টার সাইদুর রহমান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আন্তঃনগর ট্রেনগুলো দুই মিনিটের যাত্রা বিরতির আশ্বাস দিলে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।

এ সময় আন্দোলনকারীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, সমন্বয়ক তপন বনিক, আমানুল্লাহ কবিরাজ, জোবায়ের আহমেদ, শাকিল আহমেদ, ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাবিব হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ‘সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জানিয়ে সোমবার বোলা ১১টায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আটকে রেখে যাত্রা বিরতির জন্য দাবি জানায় স্থানীয় এলাকাবাসী। এতে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্রহ্মপুত্র ট্রেনের দুই মিনিট যাত্রা বিরতির আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদের অবরোধ তুলে নেয়। পরে দুপুর ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


আরো সংবাদ



premium cement