গাজীপুরে শ্রমিক লীগ নেতা গ্রেফতার
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৮
গাজীপুরে গার্মেন্টস সেক্টরকে নৈরাজ্যকর ও অস্থিতিশীল করার ইন্দন দেয়ার অভিযোগে শ্রমিকলীগের এক ওয়ার্ডের সাবেক সভাপতিকে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে যৌথ অভিযানকালে শহরের শিববাড়ি মোড় এলাকার ব্যাংকার্স রোডের বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক মো: লুৎফর রহমান (৪১) গাজীপুরের কালীগঞ্জ থানার সাতিয়ানী এলাকার আ: কাইয়ুমের ছেলে এবং মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমানের নেতৃত্বে গাজীপুর শহরের শিববাড়ি মোড় এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় ব্যাংকার্স রোডের বাসায় থেকে মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি লুৎফর রহমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে কারখানা ও পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে গার্মেন্টস সেক্টরকে নৈরাজ্যকর ও অস্থিতিশীল করার ইন্দন দেয়ার অভিযোগ রয়েছে।
জিএমপির বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আটক লুৎফর রহমানকে বৈষম্যবিরোধী আন্দোলনকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জব্দকৃত বিভিন্ন গাড়ি ও মালামাল নলজানীস্থ ড্যাম্পিং স্টেশন হতে লুটপাটের মামলায় সন্দেহজনক আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।