১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

আড়াইহাজার অজ্ঞাত ৩০ হাজার জনকে আসামি করে মামলা

আড়াইহাজার অজ্ঞাত ৩০ হাজার জনকে আসামি করে মামলা - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) আড়াইহাজার থানার এসআই মো: রিপন আহম্মেদ এ মামলা করেন।

মামলায় অজ্ঞাত নামা ২৫-৩০ হাজার জনকে আসামি করা হয়। থানা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ৪৯ কোটি ৫৫ লাখ টাকার ক্ষতির পরিমাণ মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পর ৫ আগস্ট বিকেলে আড়াইহাজার থানায় ২৫ থেকে ৩০ হাজার দুর্বৃত্তরা হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় হামলাকারীরা থানার অস্ত্র ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। হামলাকারীদের ভয়ে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা ছেড়ে পালিয়ে গেলে যে যেভাবে পেরেছে ভাঙচুর লুটপাট ও অগ্নি সংযোগ করে অস্ত্র ও মালামাল লুট করে নিয়ে গেছে। হামলাকালে হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে এ লুটপাটের দৃশ্য।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, অজ্ঞাতনামা ২৫-৩০ হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে। জড়িতদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে ও গ্রেফতারে শীঘ্রই মাঠে নামবে পুলিশ। তবে নীরহ মানুষকে হয়রানি করা হবে না।


আরো সংবাদ



premium cement