১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ট্রেন চালু হওয়ার কথা থাকলেও কমলাপুর স্টেশন স্থবির

- ছবি - বিবিসি

স্বল্প দূরত্বে কিছু ট্রেন আজ বৃহস্পতিবার থেকে চলাচলের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আন্তঃনগরসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, দুপুর পর্যন্ত স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।

এদিকে ট্রেন চালু হওয়ার খবর পেয়ে সকাল থেকে যাত্রীরা রেল স্টেশনে ভিড় করলেও পরে তারা হতাশ হয়ে ফিরে যান।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা শুরু হলে গত ১৮ জুলাই থেকে বন্ধ রয়েছে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল।

এই সময়ের মধ্যে যারা আগাম টিকিট কিনেছেন তাদের রিফান্ড অনলাইন চালু হওয়ার পর দেয়া হবে বলে জানিয়েছেন আনোয়ার হোসেন।

তবে যারা ভারত বাংলাদেশের রুটের টিকেট কেটেছিলেন তাদের রিফান্ড দেয়া হচ্ছে।

এদিকে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সরবরাহের তেলবাহী ট্রেন মঙ্গলবার থেকেই চলাচল করছে। মালবাহী কিছু ট্রেন বুধবার চলাচল করেছে।

বুধবার রেলওয়ের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছিলেন, বৃহস্পতিবার কারফিউ শিথিল হওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-জয়দেবপুর এবং ঢাকা-ব্রাক্ষ্মণবাড়িয়া রুটের কমিউটার ট্রেনগুলো পাঁচ ঘণ্টার জন্য চলাচল করবে।

এই সময়ের মধ্যে ট্রেনগুলো দুই থেকে তিনবার ট্রিপ করতে পারবে। এছাড়া রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ এবং লালমনিরহাট থেকে বুড়িমারী পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল করার কথা ছিল।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল