১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজবাড়ীতে পদ্মার পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত

- ছবি : সংগৃহীত

ভারী বর্ষণ ও ভারত থেকে নেমা আসা ঢলে রাজবাড়ীতে পদ্মা নদীর পানি এখন দু’টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে দৌলতদিয়ার পানি পরিমাপক (গেজ পাঠক) সালমা খাতুন এ তথ্য জানান।

পানি বৃদ্ধি অব্যহত থাকায় দৌলতদিয়া ঘাটে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। শুক্রবার রাতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকায় ২০ মিটার এলাকা নদীতে ধ্বসে পড়েছে।

এদিকে, পদ্মা নদীর পানি বাড়তে থাকলেও এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা পরিস্থিতির অবনতি দেখা দেয়নি। তবে বেড়িবাঁধের বাইরে থাকা নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। দৌলতদিয়া ফেরিঘাট এলাকাসহ বেশ কিছু স্থানে দেখা দিয়েছে ভাঙন।

পদ্মা নদীর পানি পরিমাপের জন্য রাজবাড়ীর জেলা সদরের মহেন্দ্রপুর, পাংশার সেনগ্রাম ও গোয়ালন্দের দৌলতদিয়ায় পৃথক তিনটি গেজ পয়েন্ট রয়েছে। এর মধ্যে গোয়ালন্দের দৌলতদিয়ায়া পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া রাজবাড়ী সদরের মহেন্দ্রপুরে ২৪ ঘণ্টায় ২৪ ও পাংশার সেনগ্রাম পয়েন্টে ২৭ সেন্টিমিটার বৃদ্ধি পেলেও পদ্মার পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

রাজবাড়ী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর নেই। তবে প্রস্তুতি রয়েছে আমাদের। ১২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুতসহ ৬০০ টন চাল ও নগদ ১২ লাখ টাকা মজুত রয়েছে।


আরো সংবাদ



premium cement
মহিষ চুরির সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা গদখালীতে শত কোটি টাকার ফুল বিক্রির আশা চাষিদের ‘এখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো?’ প্রশ্ন শহিদ সোহাগের স্ত্রীর ‘বুদ্ধিজীবী হত্যার রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে’ ট্রাম্পের শপথের আগে কিয়েভে হামলা জোরদার মস্কোর মেহেরপুরে ২টি বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার শায়েস্তাগঞ্জে কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা, শীতবস্ত্রের বিক্রি বেড়েছে ১ কেজি চিনির উৎপাদন ব্যয় ৫৪২ টাকা দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে : রিজভী নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই : মির্জা ফখরুল ‘জাতিকে মেধাশূন্য করতেই ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড’

সকল