১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শ্রীপুরে প্রবাসীকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

শ্রীপুরে প্রবাসীকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে প্রবাসী মিজানুর রহমানকে (৩২) কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী নুরুজ্জামানকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব-১।

বুধবার র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার রাতে রাজধানীর শাহবাগ এলাকার মৎস্য ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নুরুজ্জামান শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ি (জিওসি) গ্রামের নূরুল ইসলামের ছেলে। ঘটনার পর দীর্ঘ দিন আত্মগোপনে ছিলের তিনি। বুধবার দুপুরে শ্রীপুর থানা পুলিশ তাকে আদালতে পাঠায়।

প্রবাসী মিজানুর রহমান একই গ্রামের আব্দুল বাতেনের ছেলে। গত রমজান মাসে তিন মাসের ছুটিতে দেশে ফেরেন তিনি।

গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম জানান, গত ১১ জুন রাত ১০টায় বিন্দুবাড়ি জিওসি মোড়ের জলিলের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন মিজানুর রহমান। বাড়ির ৩০০ থেকে ৪০০ মিটার দূরে নুরুজ্জামন তাকে চার-পাঁচজন সহযোগীসহ তার মাথা, পিঠ ও ঘাড়সহ শরীরের একাধিক স্থানে কুপিয়ে সড়কের পাশে ফেলে রেখে দেন। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা করলে ও র‍্যাব পোড়াবাড়ি ক্যাম্পে আবেদন করলে আসামি গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-১। তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব-১০-এর সহযোগিতায় রাজধানীর শাহবাগ থানার মৎস্য ভবনের সামনে থেকে প্রধান আসামি নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তার কাছে আসামিকে হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, রাতেই আসামিকে শ্রীপুর থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আরো সংবাদ



premium cement
সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের

সকল