১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হোসেনপুরে খালার সাথে দেখা করতে এসে দুর্ঘটনায় শিশু নিহত

হোসেনপুরে খালার সাথে দেখা করতে এসে দুর্ঘটনায় শিশু নিহত - নয়া দিগন্ত

কিশোরগঞ্জের হোসেনপুরে ট্রলির চাপায় তুহিন মিয়া (৬) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার সকালে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তুহিন পাশ্ববর্তী গফরগাঁও উপজেলার গাভীশিমুল গ্রামের মো: নিধার হোসেনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত তুহিনের খালা হোসেনপুর ব্র্যাক অফিসে বাবুর্চির চাকরি করেন। সেই সুবাদে রোববার (৭ জুলাই) সকালে মা’কে নিয়ে তুহিন খালার সাথে দেখা করতে আসে। পরে ব্র্যাক অফিস থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ কিশোরগঞ্জগামী একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার লাশ উদ্ধার করে থানায় পাঠায়।

হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement