মির্জাপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু
- হারুন অর রশিদ, মির্জাপুর (টাঙ্গাইল)
- ০৭ জুলাই ২০২৪, ১১:৪০
টাঙ্গাইলের মির্জাপুরে সাপের কামড়ে আশিক খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আশিক খান মির্জাপুর উপজেলার ওয়ার্শি গ্রামের মৃত শাকিল খানের বড় ছেলে।
আশিকের খালু বিল্লাল হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১০টায় বসতঘর থেকে গরু দেখতে গোয়াল ঘরে যাওয়ার সময় আশিক খানকে সাপে কামড় দেয়। এ সময় গোখরা সাপে কামড়েছে বলে আশিক চিৎকার করলে পরিবারের লোকজন তাকে রাতেই মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ফরিদুল ইসলাম জানান, রাত ১১টায় ওই রোগী হাসপাতালে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কানিজ ইসলাম চৌধুরী রোগীর সাপে কাটার প্রাথমিক আলামত না থাকায় কিছু পরীক্ষা করাসহ তাদেরকে পর্যবেক্ষণে (অবজারভেশনে) থাকতে বলেন।
জানা গেছে, এরপর রোগীর লোকজন তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় পাঠান। পরে স্বজনরা তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৬টায় তাকে মৃত ঘোষণা করা হয়।
আরো জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে আশিক খান ছিলেন বড়। বাবার মৃত্যুর পর কৃষি কাজ করে সংসার চালাতেন আশিক। তার মৃত্যুতে পরিবারটিতে চলছে শোকের মাতম।