১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মনোহরদীতে নিখোঁজের ২৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মনোহরদীতে নিখোঁজের ২৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

নরসিংদীর মনোহরদীতে নিখোঁজের ২৬ ঘণ্টা পর ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে দেড় বছরের শিশু আয়েশার লাশ।

শুক্রবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে মনোহরদী পৌরসভার হাররদীয়া এলাকার ধানক্ষেত আয়েশার লাশ উদ্ধার করে পুলিশ।

আয়েশা মনোহরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাররদীয়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে আয়েশাকে বাড়ির কোথাও পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেইবুকে ছবিসহ পোস্ট দেয়ার পরও তার সন্ধান মেলেনি। পরে শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা ধানের জমিতে আয়েশার লাশ পড়ে থাকতে দেখে এক প্রতিবেশী। আয়েশার লাশ দেখতে পাওয়ার পর তার পরিবার এবং মনোহরদী থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আয়েশার লাশ উদ্ধার করে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement