১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিয়ে বাড়িতে বরযাত্রীদের মোবাইল হাতিয়ে নেয়াই তাদের পেশা

বিয়ে বাড়িতে বরযাত্রীদের মোবাইল হাতিয়ে নেয়াই তাদের পেশা - ছবি : নয়া দিগন্ত

বিয়ে বাড়িতে বরযাত্রী বেশে কনের বাড়িতে প্রবেশের সময় খুবই কৌশলের সাথে অতিথিদে পকেট থেকে মোবাইল ফোন হাতিয়ে নিতো তারা। এমনভাবে বেশ কয়েকটি অনুষ্ঠান থেকে অসংখ্য ব্যক্তি মোবাইল ফোন খুঁইয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত বিভিন্ন পোস্ট করেও রেহাই মিলছিল না।

সবশেষে গত বোয়ালমারীর সাতৈর এলাকায় জনৈক হাবিবুর রহমানের শ্যালকের বিয়ের অনুষ্ঠান থেকে এভাবে বেশ কয়েকজনের মোবাইল হাতিয়ে নেয়ার পরে লিখিত অভিযোগ জানানো হয় থানায়। এরপর দীর্ঘ সময় রাতদিন কঠোর পরিশ্রম করে আর ঘাম ঝড়িয়ে বোয়ালমারী থানার পুলিশ এই চক্রের এক হোতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আর এর মাধ্যমে বেরিয়ে এসেছে এই অভিনব পকেটমার চক্রের সন্ধান। এই চক্রের অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

গ্রেফতার ওই যুবকের নাম কালন শেখ ওরফে সজীব (৩৩)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাকুরী গ্রামের চুন্নু শেখের ছেলে।

বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক তন্ময় চক্রবর্তী এর সত্যতা নিশ্চিত করে জানান, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলামের দিকনির্দেশনায় বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে মুকসুদপুর বাজার হতে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে হাবিবুর রহমানের করা মামলায় আদালতে চালান করা হয়েছে।

তিনি জানান, বোয়ালমারীতে বেশ কয়েকটি বিয়ের অনুষ্ঠান থেকে এই চক্রটি মোবাইল মেরে দিয়েছে। বিয়ে বাড়িতে যখন বর প্রবেশ করে, তখন খুবই কৌশলে তারা বরযাত্রীদের মোবাইল হাতিয়ে নিতো। ফেসবুকে অনেকসময় এসব ঘটনা উঠে আসতো। তবে এর মধ্যে সর্বশেষ গত শুক্রবার হাবিবুর রহমানের শ্যালকের বিয়ের অনুষ্ঠান থেকে মোবাইল চুরির ঘটনাটি অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়েছে। সেই মামলার তদন্তে একজনকে গ্রেফতার করা হয়েছে। দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে। এই চক্রে এ পর্যন্ত তিনজনের সন্ধান পাওয়া গেছে। তাদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

বৃহস্পতিবার এই চক্রের অন্যতম হোতা কালন শেখ ওরফে সজীবকে গ্রেফতারের পর এসআই তন্ময় চক্রবর্তী গ্রেফতার পূর্ব অনুসন্ধান কার্যক্রমের একটি দুর্বিষহ কষ্টকর এক অভিযানর বর্ণনা তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি বলেন, তিনদিন এই বৃষ্টির মধ্যে অক্লান্ত পরিশ্রম করে, তথ্য প্রযুক্তির সহযোগিতা ছাড়াই এই মোবাইল চোরকে ধরতে সক্ষম হই।

এসআই তন্ময় লিখেছেন, আমাদের অভিযানটা অনেকটা থ্রিলিং এবং সিনেমাটিক ছিল। সারাদিন বৃষ্টি হয়েছে, ভ্যানে করে, অটোয় চড়ে, কখনো বিদ্যুৎ অফিসের লোক সেজে, কখনো কিস্তিওয়ালা সেজে আমরা চোরের অবস্থান শনাক্ত করার চেষ্টা করেছি। রাতের অভিযানে মেহগণি বাগানে কাদার মধ্যে আমি স্লিপ কেটে আছার পর্যন্ত খেয়েছি, ছিলো একদম তীরে গিয়ে আসামিকে না পাওয়ার ভয়, তবুও সময় ফেরে, পরিশ্রম বৃথা যায় না।আমাদের চেষ্টা হয়তো পরম করুনাময় দেখছিলেন, তাই হয়তো তিনি সহায় ছিলেন। অবশেষে মুকসুদপুর এলাকায় টানা একঘণ্টা অভিযান পরিচালনা করে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

একাজে শুধু তেল খরচে সহায়তার জন্য তিনি মাইক্রোবাসের ড্রাইভার হুমায়ুন এবং দুইদিন সাথে থেকে সহায়তা করার জন্য নাজমুল হাসান তুহিনকেও ধন্যবাদ জানান।


আরো সংবাদ



premium cement
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পূর্বপরিকল্পনা মূল্যায়ন করছে ট্রাম্প প্রশাসন চিরনিদ্রায় শায়িত সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার ‘স্বৈরশাসকের দোসররা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র করছে’ কুলাউড়ায় সরকারি জমিতে স্থাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন ফিক্সিংয়ের অভিযোগে ফ্র্যাঞ্চাইজির মালিক প্রেম ঠাকুর গ্রেফতার ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরো ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা র‌্যাংকিংয়ে উন্নতি সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি চৌগাছায় গৃহবধূ রাবেয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরাইলের ইজতেমা ময়দানে সা’দপন্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে স্মারকলিপি প্রদান

সকল