১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাকে ভরণপোষণ না দিয়ে মারপিট, ছেলে গ্রেফতার

- ছবি - নয়া দিগন্ত

বৃদ্ধা মাকে ভরণপোষণ না দিয়ে মারপিট করেছে ছেলে। মোছা: আলেয়া বেগম (৭০) নামে ওই বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন ওই বৃদ্ধা। এ মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ বৃদ্ধার ছেলে আরিফ ঠাকুরকে (৩৫) গ্রেফতার করে রাজবাড়ীর আদালতে পাঠিয়েছে।

মোছা: আলেয়া বেগম রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আব্দুল সালাম ঠাকুরের স্ত্রী।

মামলার বাদী জানিয়েছেন, তার বড় ছেলে শরীফ ঠাকুর (৪০) অসুস্থ। ফলে তার নেই কোনো রোজগার। অপরদিকে ছোট ছেলে আরিফ ঠাকুর অটোরিকশা চালায়, দিনে পাঁচ থেকে ছয় শ’ টাকা উপার্জন করে। তারপরও সে তার মায়ের ওষুধ পথ্য কেনাসহ কোনো ভরণপোষণ দেয় না। টাকা চাইলেই অকথ্য ভাষায় গালাগাল করে এবং বাড়িতে থাকা গাছ বিক্রি করে উল্টো টাকা নিয়ে যায়।

গত মঙ্গলবার (২৫ জুন) বিকেলে আরিফ ঠাকুর তার বসতঘরের সামনে আসে এবং একটি গাছ বিক্রি করে আবার টাকা দিতে বলে। এতে তিনি রাজি না হওয়ায় গালাগালের পাশাপাশি কিল, ঘুষি, লাথি মেরে তাকে মারাত্মকভাবে আহত করে এবং গাছ বিক্রি করে টাকা না দিলে খুন করার হুমকি দিয়ে চলে যায়।

ওই সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বৃদ্ধা আলেয়া বেগমকে রাজবাড়ী সদর হাসপাতালে এনে চিকিৎসা সেবা দেয়।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই অমিত কুমার বাগচী জানান, ওই বৃদ্ধার মামলার পরিপ্রেক্ষিতে আসামি আরিফ ঠাকুরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল : কাতারের কূটনীতিক চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি ১১ মাস ধরে সারকারখানায় উৎপাদন বন্ধ, গ্যাসের দাবিতে বিক্ষোভ এশিয়ান ওপেন তায়কোয়ানদোতে সিলভার পেলেন বগুড়ার রুফাইদা

সকল