মুন্সীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জুন ২০২৪, ১২:২০, আপডেট: ১৯ জুন ২০২৪, ১২:৪১
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেশনালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালকসহ দুই যুবক নিহত ও অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত মো: সোহাগকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন আধারা ইউনিয়নের তাঁতি কান্দী গ্রামের মো: হান্নান ছৈয়ালের ছেলে মো: নাসির ছৈয়াল (২৫) ও মহেশপুর নমকান্দি এলাকার মোকসেদ গাজী (২৭)। আহত সোহাগ বানিয়াল মহেশপুরের মনির হোসেনের ছেলে।
টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী জানান, উপজেলার হাসাইল থেকে মুন্সীগঞ্জ সদরে ফেরার সময় বেশনাল এলে দ্রুতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালে ধাক্কা লেগে ছিটকে পড়ে। এতে চালক ঘটনাস্থলে নিহত হন। আহত মোকসেদ গাজীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, তারা তিনবন্ধু ঘুরতে বেরিয়ে গভীর রাতে ফিরছিলেন। কিন্তু তিনজন নিয়ে মোটরসাইকেলের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা