১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঝুঁকি নিয়ে ট্রাকে বাড়ি যাচ্ছে মানুষ

ঝুঁকি নিয়ে ট্রাকে বাড়ি যাচ্ছে মানুষ - ছবি : নয়া দিগন্ত

ঈদ-উল-আজহার আনন্দ পরিবারের সকলের সাথে ভাগাভাগী করতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে বাড়ি ফিরছে ঈদে ঘরমুখো মানুষ।

শনিবার (১৫ জুন) দুপুরে শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল, জিরানী বাজার, শ্রীপুর, ইপিজেড ও বাড়ইপাড়া এলাকায় এমন চিত্র চোখে পড়ে।

বাস ভাড়া একটু বেশি হওয়ায় ট্রাকেই যাচ্ছেন বলে জানিয়েছেন একাধিক ট্রাকযাত্রী। তবে নিম্ন আয়ের মানুষজনই বেশি যাচ্ছে এ পন্থায়। যাচ্ছেন নারীরাও।

ঈদের আনন্দ পরিবারের সাথে উপভোগ করতে বাড়ি যাচ্ছে গার্মেন্টসশ্রমিক সোহেল। কথা হয় তার সাথে। তিনি জানান, জামালপুরে যাবেন তিনি। বাস ভাড়া বেশি হওয়ায় ট্রাকেই যাচ্ছেন তিনি। ট্রাকে ঝুঁকি রয়েছে জেনেও ভাড়া কম হওয়ায় এভাবেই যাচ্ছেন তিনি।

আরেক ট্রাক যাত্রী আরিফ। তিনি একটি প্রাইভেট কোম্পানির নিরাপত্তাকর্মী। তিনি জানান, তার বাড়ি বগুড়া। বাস ভাড়া তুলনামূলক বেশি হওয়ায় ট্রাক বেছে নিয়েছেন তিনি। এখানে ভাড়াও কম। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে চিন্তিত তিনি। বৃষ্টি হলে ভিজেই যেতে হবে। সাথে আবার যানজটও আছে সড়কে।

বড়ইপাড়া এলাকায় কথা হয় ট্রাকের যাত্রী আলমাছ হোসেনের সাথে। তিনি জানান, জিরানী বাজার এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন তিনি। সিরাজগঞ্জে যাবেন তিনি। বাসে ভাড়া বেশি আবার বাস পেলেও সিট নেই, তাই ট্রাকে যাচ্ছি। এটাতে ভাড়াও কম, আবার দাড়িয়ে কিংবা বসেও যাতে পারছি। ঝুঁকি নিয়ে বিয়ে বাড়ি যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ঝুঁকি থাকলে আর কি করার, বাড়ি যেতে হবে, সবার সাথে ঈদ করতে হবে। আর সবচেয়ে বড় কথা ভাড়া অনেক কম। বাসে যেখানে ৮০০ থেকে এক হাজার টাকা, ট্রাকে সেখানে ৩০০ বা ৪০০ টাকাতেই যাওয়া যাচ্ছে।

এদিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় কিছুটা যানজট দেখা গেছে।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আইয়ুব আলী নয়া দিগন্তকে জানান, ট্রাক কিংবা পিকআপে যাত্রী উঠলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। তবে সড়কে সার্বিক নিরাপত্তায় আমাদের পুলিশ কাজ করছে।


আরো সংবাদ



premium cement
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা আসিফ মাহমুদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব : ভিসি ৪৭তম বিসিএসের আবেদনের নতুন সময় জানালো পিএসসি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা চিন্ময়ের জামিন শুনানি জানুয়ারিতেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল

সকল