১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঝুঁকি নিয়ে ট্রাকে বাড়ি যাচ্ছে মানুষ

ঝুঁকি নিয়ে ট্রাকে বাড়ি যাচ্ছে মানুষ - ছবি : নয়া দিগন্ত

ঈদ-উল-আজহার আনন্দ পরিবারের সকলের সাথে ভাগাভাগী করতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে বাড়ি ফিরছে ঈদে ঘরমুখো মানুষ।

শনিবার (১৫ জুন) দুপুরে শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল, জিরানী বাজার, শ্রীপুর, ইপিজেড ও বাড়ইপাড়া এলাকায় এমন চিত্র চোখে পড়ে।

বাস ভাড়া একটু বেশি হওয়ায় ট্রাকেই যাচ্ছেন বলে জানিয়েছেন একাধিক ট্রাকযাত্রী। তবে নিম্ন আয়ের মানুষজনই বেশি যাচ্ছে এ পন্থায়। যাচ্ছেন নারীরাও।

ঈদের আনন্দ পরিবারের সাথে উপভোগ করতে বাড়ি যাচ্ছে গার্মেন্টসশ্রমিক সোহেল। কথা হয় তার সাথে। তিনি জানান, জামালপুরে যাবেন তিনি। বাস ভাড়া বেশি হওয়ায় ট্রাকেই যাচ্ছেন তিনি। ট্রাকে ঝুঁকি রয়েছে জেনেও ভাড়া কম হওয়ায় এভাবেই যাচ্ছেন তিনি।

আরেক ট্রাক যাত্রী আরিফ। তিনি একটি প্রাইভেট কোম্পানির নিরাপত্তাকর্মী। তিনি জানান, তার বাড়ি বগুড়া। বাস ভাড়া তুলনামূলক বেশি হওয়ায় ট্রাক বেছে নিয়েছেন তিনি। এখানে ভাড়াও কম। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে চিন্তিত তিনি। বৃষ্টি হলে ভিজেই যেতে হবে। সাথে আবার যানজটও আছে সড়কে।

বড়ইপাড়া এলাকায় কথা হয় ট্রাকের যাত্রী আলমাছ হোসেনের সাথে। তিনি জানান, জিরানী বাজার এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন তিনি। সিরাজগঞ্জে যাবেন তিনি। বাসে ভাড়া বেশি আবার বাস পেলেও সিট নেই, তাই ট্রাকে যাচ্ছি। এটাতে ভাড়াও কম, আবার দাড়িয়ে কিংবা বসেও যাতে পারছি। ঝুঁকি নিয়ে বিয়ে বাড়ি যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ঝুঁকি থাকলে আর কি করার, বাড়ি যেতে হবে, সবার সাথে ঈদ করতে হবে। আর সবচেয়ে বড় কথা ভাড়া অনেক কম। বাসে যেখানে ৮০০ থেকে এক হাজার টাকা, ট্রাকে সেখানে ৩০০ বা ৪০০ টাকাতেই যাওয়া যাচ্ছে।

এদিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় কিছুটা যানজট দেখা গেছে।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আইয়ুব আলী নয়া দিগন্তকে জানান, ট্রাক কিংবা পিকআপে যাত্রী উঠলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। তবে সড়কে সার্বিক নিরাপত্তায় আমাদের পুলিশ কাজ করছে।


আরো সংবাদ



premium cement
‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

সকল