মুন্সীগঞ্জে বজ্রপাতে একজন নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ জুন ২০২৪, ২৩:৩০
জেলার সিরাজদিখানে বজ্রপাতে অপু বাড়ৈ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় সাড়ে ৬টায় বাড়ির পাশের হাজীগাঁও চকে গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে অপু বজ্রপাতে নিহত হন।
অপু উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের সুবোধ বাড়ৈর ছেলে।
কেয়াইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোবিন্দ ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত অপু বাড়ৈ কৃষি কাজ করতেন। সন্ধ্যার একটু আগে বজ্রপাতে নিহত হন তিনি। স্থানীয় একটি হাসপাতালেও নেয়া হয়েছিল। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুজাহিদুল ইসলাম জানান ,বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি আমি শুনেছি। সেখানে পুলিশ পাঠাচ্ছি।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা