০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

শ্রমিকদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬ কিলোমিটার যানজট

শ্রমিকদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬ কিলোমিটার যানজট - সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক থেকে মদনপুর পর্যন্ত ছয় কিলোমিটারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা।

সোমবার রাত পৌনে ৯টা পর্যন্ত তীব্র যানজটের খবর পাওয়া গেছে। এদিন বিকেল ৬টায় মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় চট্টগ্রামমুখী লেন বন্ধ করে লারিজ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, ‘গত ছয় মাস ধরে আমাদের বেতন আটকে আছে। বেতন না পাওয়ার কারণে আমরা বাড়িভাড়া দিতে পারছি না। পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। আমাদের দাবি, ঈদের আগেই যেন আমাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়।’

খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মদনপুর থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক অংশ পর্যন্ত যানবাহনগুলো স্থবির হয়ে আছে। এতে যাত্রী ও চালকদের ভয়াবহ ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে রওয়ানা দিচ্ছেন।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ কাজ করছে।

সড়কে আটককে থাকা কয়েকজন বাসচালক জানায়, বিকেল সাড়ে ৫টা পর থেকে এ যানজটে আটকে রয়েছে তারা। অসহনীয় গরমে যাত্রীরা বেশ রাগারাগি করছে তাদের সাথে।

আলামিনসহ কয়েকজন যাত্রী জানান, দীর্ঘ সময় ধরে গাড়ি চুল পরিমাণও এগোচ্ছে না। একই স্থানে দুই ঘণ্টার বেশি সময় থেমে আছে গাড়ি। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটেও রওনা শুরু করছে গন্তব্যে পৌঁছাতে।

যানজটের কারণ জিজ্ঞেস করা হলে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম শরফুদ্দীন বলেন, ‘মদনপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন ফলে সিদ্ধিরগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমরা সড়কে অবস্থান করছি এবং যানজট নিরাশনে কাজ চালিয়ে যাচ্ছি।’


আরো সংবাদ



premium cement
আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের খেলা আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ

সকল