১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফরিদপুর জেলা আ’লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ

ফরিদপুর জেলা আ’লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ইশতিয়াক আরিফের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (১০ জুন) বাংলাদেশ আওয়ামী-লীগ ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এক সংবাদ সন্মেলন করে এ প্রতিবাদ জানায় ভাঙ্গা উপজেলা আওয়ামী-লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

গত ৮ জুন ভাঙ্গা উপজেলা হলরুমে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ইশতিয়াক আরিফ এবং জেলা মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম নিলুকে নিয়ে ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকরা যে মিথ্যা ও কুরুচিপূর্ণ আসালীন বক্তব্য দেয়া হয়েছে তার প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়।

ভাঙ্গা উপজেলা আওয়ামীগ সভাপতি সাইফুল ইসলাম মিরনের সভাপতিত্বে এবং ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পদক শরিফুজ্জামান শরিফের সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বিশ্বাস, মো: দেলোয়ার হোসেন, মিঠুন চক্রবর্ত্তী, তৌহিদুর রহমান বুলবুলসহ ছাত্রলীগ, যুবলীগের নেত্ববৃন্দ।

এক লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম মিরন বলেন, গত ২৭ মে এক বক্তব্যে ফরিদপুর-৪-এর স্বতন্ত্র এমপি জনাব মজিবুর রহমান চৌধুরী নিক্সন সাহেব অত্যন্ত ক্রোধপূর্ণ বডি ল্যাংগুয়েজে আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্নেহধন্য আজীবন সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক জাতীয় কমিটি সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ভাঙ্গার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মরহুম এস এম নুরুন্নবী সাহেবের সুযোগ্য সন্তান সাবেক ছাত্র নেতা বর্তমান ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এস এম ইশতিয়াক আরিফ সম্পর্কে মিথ্যে বানোয়াট, অশ্লিল, কুরুচিপূর্ণ, রাজনৈতিক শিষ্টাচার বর্জিত অসালীন বক্তব্য রেখেছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সম্প্রতি তার অনুচরেরা সংবাদ সম্মেলন ডেকে রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ফরিদপুর কোতয়ালী থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জনাব সাইফুল আলম নিলু সম্পর্কে যে অসালীন ও ঔদ্যত্তপূর্ণ বক্তব্য রেখেছেন এবং ইশতিয়াক আরিফ সম্পর্কে মিছিলে অশ্লিল স্লোগান দিয়েছে আমরা তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ ছাড়া এমপি সাহেব, আমাদের অবিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের ছয় বারের নির্বাচিত প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান জননেতা কাজী জাফর উল্লাহ ও অন্য সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে বিভিন্ন সময়ে যে অবাঞ্চিত, অরাজনৈতিক, শিষ্টাচার বর্জিত বক্তব্য প্রদান করেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা আপনাদের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মাননীয় নেত্রী আপনি খবর নিয়ে জানুন সম্প্রতি ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে এমপি সাহেবের নেতৃত্বে কি ধরনের অনিয়ম ও দুর্নীতি হয়েছে? এমপি'র হাতে ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা কতোটা অত্যাচারিত। তিনি আপনার সাথে তার আত্মীয়তার দোহাই দিয়ে সাধারণ মানুষের জায়গা জমি দখল করে, টিআর কাবিখা লুট করে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন এবং বিএনপি, জামায়াতকে সাথে নিয়ে এ অঞ্চলের নেতাকর্মীদের ওপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। নেত্রী আপনি যদি শক্ত হাতে তাকে নিবৃত্ত না করেন তাহলে বর্তমান সরকারের ভাবমূর্তি দেশে ও বিদেশে মারাত্মক ভাবে প্রশ্ন বিদ্ধ হবে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে এই স্বেচ্ছাচারী এমপির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নেত্ববৃন্দ অবিলন্বে তাদের বক্তব্যে প্রত্যহার করার আহ্বান জানান, অন্যথায় তারা আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান।


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল