১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নারায়ণগঞ্জে জেএমবির ২ সদস্যের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে জেএমবির ২ সদস্যের যাবজ্জীবন - নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মাজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভুঁইয়া এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনার বান্দরগাছিয়া এলাকার মো: আ. রহিম আকন্দের ছেলে মো: তানভীর ওরফে মেহেদী ওরফে আবীর ওরফে মুশফিক (৪৬) ও রংপুরের কোতয়ালীর মাহিগঞ্জ এলাকার মো: কাশেম আলীর ছেলে মো: জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল (৪৩)।

কোর্ট পুলিশের পরিদর্শক মো: আব্দুর রশিদ বলেন, ‘রূপগঞ্জ থানার দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনে আসামিদের উপস্থিতিতে আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।’

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিউটি আক্তার বলেন, ‘২০০৯ সালের ২৫ অক্টোবর রাতে র‌্যাব-১১ এর সদস্যরা জানতে পারে যে রূপগঞ্জের আড়িয়াবো এলাকায় অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মাজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়।’

তিনি আরো বলেন, ‘পরবর্তীতে র‌্যাব সদস্যরা গ্রেফতার দ ‘জনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে তারা নিষিদ্ধ ঘোষিত জেএমবির শূরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। তাদের মধ্যে তানভীর বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করেছে। অন্যজন জহুরুল ইসলাম নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার দায়িত্বশীল হিসেবে কাজ করেছে।’


আরো সংবাদ



premium cement
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কোম্পানীগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক ১০ ট্রাক অস্ত্র মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অব্যাহত এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলায় দেড় কোটি ডলার পাচ্ছেন ট্রাম্প শীতের মধ্যে বৃষ্টির আভাস প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা জোরপূর্বক হিজাব খোলানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জনপ্রশাসন সংস্কারে বিএনপির প্রস্তাবে যা আছে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ, প্রতিবেদন পাঠানো হলো রাষ্ট্রপতির কাছে কয়েক ঘণ্টার ব্যবধানে সিরিয়াতে ইসরাইলের ৬০ বার হামলা পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন ইউনূস

সকল