গাজীপুরে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানচালক নিহত
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ০৭ জুন ২০২৪, ১৯:৫১
গাজীপুরের কোনাবাড়িতে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে এক কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছে।
শুক্রবার (৭ জুন) বিকেলে মহানগরের কোনাবাড়ি ডিগ্রি কলেজের সামনের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত কাভার্ডভ্যানচালক মো: আসাদ (৩২) ময়মনসিংহের তারাকান্দা থানার রামপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
জিএমপি’র কোনাবাড়ী থানার এসআই মো: নাবিরুজ্জামান জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা হতে কাভার্ডভ্যান চালিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন আসাদ। পথে কোনাবাড়ি ডিগ্রী কলেজের সামনে পৌঁছলে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সামনে থাকা একই দিকের গামী অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় কাভার্ড ভ্যানটি।
এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক আসাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান আসাদ।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং কাভার্ড ভ্যানটি জব্দ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা