০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

নিখোঁজের এক দিন পর পদ্মায় ভেসে উঠলো শিশুর লাশ

- ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীতে পদ্মায় ডুবে নিখোঁজের একদিন পর নদী থেকে ভাসমান অবস্থায় আব্দুর রহমান নামে আড়াই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ৭টার দিকে খবর পেয়ে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করে স্থানীয়রা। এর আগে, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে নদীতে ডুবে নিখোঁজ হয় শিশু আব্দুর রহমান।

আব্দুর রহমান মহাদেবপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী বিপ্লব মণ্ডলের ছেলে।

আব্দুর রহমানের প্রতিবেশী চাচা রাজা আহমেদ জানান, পদ্মা নদীর পাশে বাড়ি হওয়ায় আব্দুর রহমানের বড় ভাই ১০ বছর বয়সী সিমরান বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নদীতে গোসল করতে যায়। তার পেছন পেছন যায় আব্দুর রহমান। এলাকার কয়েকজন সিমরানের পেছনে রহমানকে যেতে দেখে বিষয়টি গুরুত্ব দেননি। ভেবেছেন বড় ভাইয়ের সাথেই তো যাচ্ছে। তবে, রহমানের যাওয়ার বিষয়টি খেয়াল করেনি সিমরান।

তিনি আরো বলেন, সিমরান গোসল করে বাড়িতে চলে আসে। এরপর থেকে আব্দুর রহমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সিমরানের পেছনে রহমানকে যারা নদীর দিকে যেতে দেখেছে তারা বিষয়টি জানালে নদীতে খোঁজাখুঁজি করা হয়। এছাড়া রাত ১২টা পর্যন্ত নদীর পাড়সহ বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায় না। পরে আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে নদীতে তার লাশ ভাসতে দেখেন জেলেরা। এরপর লাশটি নদী থেকে উদ্ধার করা হয়।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, পদ্মা নদী থেকে শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement