০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

গাজীপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ২ কিশোর গ্রেফতার

গাজীপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ২ কিশোর গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে প্রতিবেশী দুই কিশোর। এ ঘটনায় অভিযুক্ত ওই দুই কিশোরকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (৫ জুন) বাসার পাশের গলি থেকে নাকে ও মুখে স্কচটেপ লাগানো বস্তাবন্দী অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারহানা আক্তার (৩) কুড়িগ্রাম জেলা সদর থানার চরবড়ইবাড়ি এলাকার শহীদুল ইসলামের মেয়ে।

গ্রেফতাররা হলো কুড়িগ্রামের রাজারহাট থানার চকরাইহারি এলাকার শফিকুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (১৬) ও টাঙ্গাইলের মধুপুর থানার চৌধুরীপাড়া এলাকার হানিফ মিয়ার ছেলে আব্দুল্লাহ আল নীরব (১৬)। তারা সবাই গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।

পুলিশ ও এলাকাবাসী জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল মধ্যপাড়া এলাকার সমেজ উদ্দিনের বাসায় স্বপরিবারে ভাড়া থেকে এলাকায় রিকশা সাইকেল মেরামতের কাজ করেন শহীদুল ইসলাম। তার স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরি করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাসার পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় তাদের তিনবছরের শিশু মেয়ে ফারহানা আক্তার। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

পরদিন বুধবার সকাল ১০টার দিকে বাসার পাশের গলিতে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় তার রক্তাক্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। শিশুটির নাকে ও মুখে স্কচটেপ লাগানো ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী দুই বখাটে কিশোর সাজেদুল ইসলাম ও আব্দুল্লাহ আল নীরবকে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় আটকদের গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জিএমপি’র কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় গ্রেফতার ওই দুই কিশোর শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। শিশুটিকে কৌশলে সাজেদুল ইসলাম তাদের ঘরে নিয়ে যায় প্রতিবেশী বন্ধু আব্দুল্লাহ আল নীরব নিয়ে। পরে দুই ওই বন্ধু শিশুটির নাকে ও মুখে স্কচটেপ লাগিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এতে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় শিশুটি নিস্তেজ হয়ে পড়লে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে শিশুটির লাশ বস্তাবন্দী করে গলিতে ফেলে রাখা হয় বলে গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ ঘটনায় নিহতের বাবা থানায় অভিযোগ দিয়েছেন।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল